সুশান্ত সিং রাজপুতের ফ্যানদের জন্য
সুখবর আছে।আপনি নিশ্চয়ই জানেন, ওনার মহাকাশের প্রতি জানার খুব আগ্রহ ছিল। আর ওনার একটা
টেলিস্কোপ ছিল। আপনি শুনলে খুশি হবেন যে, মৃত্যুর পরেও উনি দেশের নাম উজ্জ্বল করেছেন।
কিন্তু কীভাবে?
"মহাকাশচারনা" ফেসবুক পেজে প্রতিদিন মহাকাশ সম্পর্কিত বিভিন্ন রহস্যময় ও সাম্প্রতিক তথ্য ও ঘটনা পোস্ট দেখতে পাবেন। তাই মহাকাশের রহস্যগুলো সম্পর্কে আরও জানতে "মহাকাশচারনা" ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে সঙ্গে থাকুন ।
ফেসবুক পেজের লিংক 👉 ➡️ Facebook Page
মহাকাশের রহস্যময় ও সাম্প্রতিক তথ্য এবং ঘটনাগুলো সম্পর্কিত প্রতিনিয়ত ভিডিও দেখার জন্য "মহাকাশচারনা" ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
ইউটিউব চ্যানেল লিঙ্ক 👉 ➡️ YouTube
আসলে লুনা সোসাইটি ইন্টারন্যাশনাল(Luna Society International) ঘোষণা করেছে যে, সুশান্ত সিং রাজপুতের পরবর্তী জন্মদিন অর্থাৎ ২০২৩ সালের ২১ জানুয়ারী দিনটি সুশান্ত মুন রুপে মানানো হবে। এটা কোইন্সিডেন্সও বলা যেতে পারে যে, বছরের মধ্যে শুধুমাত্র ওনার জন্মদিনেই চাঁদ, পৃথিবীর সবথেকে কাছাকাছি থাকবে। এটা হবে বছরের ফার্স্ট নিউ মুন, যাকে সুশান্ত মুন নাম দিয়ে ওনাকে ডেডিকেট করা হয়েছে। উনি প্রথম ভারতীয় অ্যাক্টর যিনি চাঁদে জমি কিনেছিলেন। ওনার “চন্দা মামা দূরকে” এই নামের একটা ফিল্ম আসারও কথা ছিল, তার জন্য উনি নাসাতেও গিয়েছিলেন। ওনার চাঁদে যাওয়ার স্বপ্ন ছিল, এবার সেই স্বপ্ন পূরন হতে চলেছে।আজ পর্যন্ত ভারতে এতো বড়ো সম্মান কেউ পায়নি। মহাকাশের প্রতি ওনার ভালবাসার জন্যই ওনাকে এতো বড়ো সম্মান দেওয়া হয়েছে।
0 Comments
Post a Comment