·       ২০২২ সালে কবে কোন গ্রহণ দেখা যাবে(Which Eclipse will be seen in 2022)?

·       ভারত এবং বাংলাদেশ থেকে কোন গ্রহণ দেখা যাবে(Which Eclipse will be seen from India and Bangladesh)? 


জ্যোতির্বিদ্যার তথ্য অনুযায়ী, গত ১৮ বছরে মোট ৪১ টি গ্রহণ দেখা গেছে।সাধারণত অমাবস্যাতে সূর্যগ্রহণ এবং পূর্ণিমাতে চন্দ্রগ্রহণ হয়।
আমরা জানি যে, পৃথিবী ও সূর্যের মাঝে যদি চাঁদ চলে আসে এবং তার একই সরলরেখায় থাকে তখন সূর্যগ্রহণ হয়।আর চন্দ্রগ্রহণের ক্ষেত্রে ঠিক তার বিপরীত হয়।চাঁদ ও সূর্যের মাঝে পৃথিবী চলে আসলে পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে, তখন চন্দ্রগ্রহণ হয়।
প্রতিবছর সাধারণত - টি গ্রহণ দেখা যায়একই বছরে - টি গ্রহণ দেখতে পাওয়ার সম্ভাবনা খুবই কমএইবছর অর্থাৎ ২০২২ সালে মোট চারটি গ্রহণ দেখা যাবে, যার মধ্যে দুটি সূর্যগ্রহণ দুটি চন্দ্রগ্রহণ হবেনিম্নে ২০২২ এর গ্রহণ গুলো সম্পর্কেই বিস্তারিত বলা হয়েছে(eclipse 2022 date and time details)
তো আজকে কবে, পৃথিবীর কোন প্রান্ত থেকে, কোন গ্রহণ দেখা যাবে এবং ভারত ও বাংলাদেশ থেকে এই সমস্ত গ্রহণ দেখা যাবে কিনা সেই বিষয়েই বিস্তারিত বলা হয়েছে।তো চলুন জেনে নেওয়া যাক,

৩০ এপ্রিল, বছরের প্রথম সূর্যগ্রহণ(First Solar Eclipse)

২০২২ সালের প্রথম সূর্যগ্রহণ ৩০ এপ্রিল, শনিবার দেখা যাবে। এই গ্রহণ দুপুর ১২:১৫ থেকে বিকেল ০৪:০৭ পর্যন্ত দৃশ্যমান হবে৷এটি একটি আংশিক সূর্যগ্রহণ হবে। দক্ষিণ/পশ্চিম আমেরিকা, প্রশান্ত মহাসাগরীয় আটলান্টিক এবং অ্যান্টার্কটিকার লোকেরা ৩০ এপ্রিল এই সূর্যগ্রহণের সাক্ষী হবে।

Partial Solar Eclipse


১৬ মে, প্রথম চন্দ্রগ্রহণ(First Lunar Eclipse of 2022)

২০২২ সালের প্রথম চন্দ্রগ্রহণ ১৬ মে সকাল ০৭.০২ টা থেকে শুরু হবে এবং ১২.২০ টা পর্যন্ত চলবেএটি সম্পূর্ণ চন্দ্রগ্রহণ হবে।বেশিরভাগ ইউরোপ, উত্তর আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং এশিয়ার পশ্চিম অংশ থেকে এই গ্রহণ দৃশ্যমান হবে।

"মহাকাশচারনা" ফেসবুক পেজে প্রতিদিন মহাকাশ সম্পর্কিত বিভিন্ন রহস্যময় ও সাম্প্রতিক তথ্য ও ঘটনা পোস্ট দেখতে পাবেন।                                                                                     তাই মহাকাশের রহস্যগুলো সম্পর্কে আরও জানতে "মহাকাশচারনা" ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে সঙ্গে থাকুন ।

ফেসবুক পেজের লিংক 👉 ➡️ Facebook Page

মহাকাশের রহস্যময় ও সাম্প্রতিক তথ্য এবং ঘটনাগুলো সম্পর্কিত প্রতিনিয়ত ভিডিও দেখার জন্য "মহাকাশচারনা" ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 

ইউটিউব চ্যানেল লিঙ্ক 👉 ➡️ YouTube

২৫ অক্টোবর, দ্বিতীয় অর্থাৎ শেষ সূর্যগ্রহণ(Last Solar Eclipse of 2022)

২০২২ সালের শেষ সূর্যগ্রহণটি ২৫ অক্টোবর মঙ্গলবার ঘটবে৷ এটিও একটি আংশিক গ্রহণ হবে, অর্থাৎ ২০২২ সালের দুটি সূর্যগ্রহণই আংশিক হবে।যেটি প্রায় বিকেল ০৪:২৯ টেয় শুরু এবং ০৫:৪২:০১ এ শেষ হবে।ইউরোপ, দক্ষিণ/পশ্চিম এশিয়া, আটলান্টিক এবং আফ্রিকা লোকেরা এই মহাজাগতিক ঘটনা প্রত্যক্ষ করতে পারবেভারত ও বাংলাদেশে এই সূর্যগ্রহণ দেখা যেতে পারে।

Total Lunar Eclipse

৮ নভেম্বর, বছরের শেষ চন্দ্রগ্রহণ(Last Lunar Eclipse)

2022 সালের দ্বিতীয় অর্থাৎ শেষ চন্দ্রগ্রহণ এশিয়া, অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা, উত্তর পূর্ব ইউরোপের কিছু অংশ এবং দক্ষিণ আমেরিকার বেশিরভাগ অংশ থেকে দৃশ্যমান হবেভারত ও বাংলাদেশ থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবেএই চন্দ্রগ্রহণ নভেম্বর দুপুর :৩২ থেকে সন্ধ্যে .২৭ পর্যন্ত চলবেএই গ্রহণ সম্পূর্ণ চন্দ্রগ্রহণ হবে।

অর্থাৎ এইবছর আমরা দুটি আংশিক সূর্যগ্রহণ এবং দুটি সম্পূর্ণ চন্দ্রগ্রহণ দেখতে পাব।