আজ থেকে প্রায় ৩০ হাজার বছর আগে আমরা জ্যোতির্বিজ্ঞানের আবিষ্কার করি আসলে আমাদের পূর্বপুরুষেরা জ্যোতির্বিজ্ঞানী ছিলেনতখন বেঁচে থাকার জন্য তারাদের অনুশীলন অত্যন্ত জরুরি ছিল যাতে শীতকালের আগমন এবং জংলি জানোয়ারের গতিবিধির ব্যাপারে জানা যেত।

তার প্রায় ১০ হাজার বছর পর আমাদের দৈনন্দিন জীবনের অনেক পরিবর্তন হলো।আমাদের পূর্বপুরুষরা নিজেদের বাড়ি বানাতে শিখল জংলি জন্তুদের পোষ মানাতে,চাষবাস করতে এবং এক জায়গায় থাকতে শুরু করলো।এতে অনেক কিছু পরিবর্তন হলো।ওইসময় আমাদের ইতিহাসে প্রথমবার দরকারের থেকে বেশি জিনিসপত্র মজুত ছিল।

Ancient Astronomy
প্রাচীন মানুষের দিক নির্ণয়

প্রায় ৫০০০ বছর আগে আমরা লিখতে শিখেছি।তারপর আমরা আমাদের আনাজের হিসাব-কিতাব রাখতেও শিখে গেলাম এবং লেখার সাথে সাথে বিচার করাও শিখলামআর সেটা অন্যজনের এবং পরবর্তী প্রজন্মের মধ্যে সঞ্চারিত হল। মাটির মূর্তি নকশার মাধ্যমে নিজেদের অমর রাখতে শিখলাম,আর এটা দুনিয়া বদলে দিল।এরপর ধীরে ধীরে সৃষ্টি হল ধর্ম।

তারপর আমরা প্রকৃতি মহাকাশের রহস্য সম্পর্কে আরো জানতে শুরু করলামবিজ্ঞানের পদ্ধতি এত শক্তিশালী যে মাত্র চার শতাব্দীতে মহাকাশে গ্যালিলিওর টেলিস্কোপের মাধ্যমে আমাদের অন্য দুনিয়া অর্থাৎ চাঁদে পৌঁছে দিলএরপর সময়ের সাথে ধীরে ধীরে ব্রহ্মান্ডে আমরা কোথায় আছি সেই প্রশ্নের উৎপত্তি হল।