আমরা সবাই জানি যে, গ্রহ ও নক্ষত্রদের নিয়ে তৈরি হয় সৌরজগৎ(Solar System)।
অনেকগুলো সৌরজগৎ নিয়ে তৈরি হয় গ্যালাক্সি(Galaxy)।
বহু সংখ্যক গ্যালাক্সি নিয়ে তৈরি হয় লোকাল গ্রুপ(Local Group)।
অনেক সংখ্যক লোকাল গ্রুপ নিয়ে তৈরি হয় ভারগো সুপারক্লাস্টার(Virgo Suparclaster)।
আর অনেকগুলো ভারগো সুপারক্লাস্টার নিয়ে কি গঠিত হয় বলুন তো?
উত্তরটা হল পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্ব(Observeble Universe)।
![]() |
পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্ব(Observeble Universe)। |
0 Comments
Post a Comment