·      2021 সালের প্রথম সূর্য গ্রহন কবে?

·        ভারত এবং বাংলাদেশ থেকে কি এই গ্রহণ দেখা যাবে?

·        এই গ্রহণ কতক্ষণ ধরে চলবে?

·       এটি কি আংশিক সূর্যগ্রহণ নাকি বলয়াকার? 

সমস্ত প্রশ্নের উত্তর জানতে নিম্নলিখিত ব্লগটি সম্পূর্ণ পড়ুন ...... 

 

এই বছর অর্থাৎ ২০২১ সালে চারটি গ্রহণ দেখা যাবে, যার মধ্যে দুটি সূর্য গ্রহণ এবং দুটি চন্দ্রগ্রহণ।একটি পূর্ণ চন্দ্রগ্রহণ পূর্ণ সূর্যগ্রহণ ছাড়াও আরো দুটি রোমাঞ্চকর গ্রহণ দেখা যাবে।তবে ভারত থেকে এবছর মাত্র দুটি গ্রহণ দেখা যাবে।

first solar eclipse of 2021
বছরের প্রথম সূর্যগ্রহণ


আমরা জানি, চাঁদ যখন পরিভ্রমণরত অবস্থায় কিছু সময়ের জন্য পৃথিবী ও সূর্যের মাঝে এসে পড়ে তখন সূর্য গ্রহণ হয় অর্থাৎচাঁদ সূর্যকে আড়াল করে ফেলে তাই আমরা পৃথিবী থেকে সূর্যের আলো দেখতে পাই না, এই ঘটনাকে সূর্যগ্রহন বলা হয়।গ্রহণ কিভাবে হয় সে সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

কিছুদিন আগে এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ দেখা গিয়েছিল।পূর্ব এশিয়া,অস্ট্রেলিয়া ও প্রশান্ত মহাসাগরের কিছু অংশ থেকে ২৬মে এই গ্রহণ দেখা গিয়েছিল।

১০ই জুন অর্থাৎ বাংলার 26শে জ্যৈষ্ঠ বৃহস্পতিবার ২০২১ সালের প্রথম সূর্য গ্রহণ উত্তর আমেরিকার উত্তরভাগ,এশিয়া,ইউরোপ থেকে আংশিক এবং গ্রীনল্যান্ড ও রাশিয়া থেকে পূর্ণরূপে দেখা যাবে।এই গ্রহনে সূর্যের প্রায় ৯৪.৩ শতাংশ ঢেকে যাবে।এই সময় সূর্যকে পৃথিবী থেকে রিং অফ ফায়ার বা জ্বলন্ত আংটির মতো দেখাবে।

তবে ভারত এবং বাংলাদেশ থেকে এই গ্রহণ দেখতে পাওয়ার সম্ভাবনা খুবই কম।

ভারতীয় সময় দুপুর ১:৪২ এ আই গ্রহণ শুরু হবে এবং প্রায় ৬:৪৯ এ শেষ হবে।

এই গ্রহণ প্রায় ৪ ঘণ্টা ৫৮ মিনিট ধরে চলবে।