আপনি কি মহাকাশে ভ্রমণ করতে চান অথবা আপনার প্রিয়জনের সাথে সময় কাটাতে চান কিংবা মহাকাশে ডিনার করতে চান ?

তাহলে আপনার এই কল্পনা পূরণ হতে চলেছে।

কারন মহাকাশে একটি লাক্সারি হোটেল তৈরি হতে চলেছে(A luxury hotel is about to be built in space)।কোন কোম্পানি হোটেল বানানোর পরিকল্পনা  করেছে?কত সালে এটি বানানোর কাজ শুরু হবে এবং কত সালে শেষ হবে ?এই হোটেলটি বানাতে কত খরচ করছে এবং এর জন্য কি প্ল্যান রয়েছে?আর হোটেল বানানো শেষ হলে এর টিকিটের দাম এবং একদিনের খরচ কত হবে?

তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই পড়বেন

এবার থেকে মহাকাশে ফাইভ স্টার হোটেলের সুবিধা পাওয়া যাবেকারণ মহাকাশে ভ্রমণ,খাবার ও অন্যান্য সুবিধা সহ একটি হোটেল তৈরি হতে চলেছে।এটি একটি বড় বৃত্তের আকারে বানানো হবে যা পৃথিবীর চারিদিকে ক্রমাগত ঘুরতে থাকবে।হোটেলটির নাম দেওয়া হয়েছে "ভয়েজার ক্লাস স্পেস স্টেশন"(Name of the hotel is Voyager Class Space Station)।আর ভয়েজার কথাটির অর্থ হল ভ্রমণকারী(The word Voyager means traveler)আপনারা যদি ভয়েজার মিশন অর্থাৎ ভয়েজার এবং ভয়েজার মহাকাশযান সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে মহাকাশচারনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করার পর অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুনকারণ খুব শীঘ্রই ভয়েজার  মিশন সম্পর্কে এই চ্যানেলে ভিডিও আপলোড করা হবে।আর ভয়েজার ১ ও ভয়েজার ২ মহাকাশযান এখন কোথায় রয়েছে, সে সম্পর্কে জানা থাকলে কমেন্ট করে জানাবেন।


Space hotel
মহাকাশে হোটেল

বিখ্যাত ডিজাইনিং কোম্পানি "অরবিটাল অ্যাসেম্বলি কর্পোরেশন" এই হোটেল বানানোর পরিকল্পনা করেছে(Orbital Assembly Corporation, a well-known designing company, plans to build this hotel)।তারা ২০২৫ মহাকাশে হোটেল বানানো শুরু করবে এবং ২০২৭ এর মধ্যে এটি তৈরি হয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।হোটেলটিতে প্রাইভেট রুম,রেস্টুরেন্ট,জিম,লাইব্রেরী এবং সিনেমা হল থাকবে।ভ্রমণকারীদের পরিষেবা এবং সুবিধার জন্য ওখানে কর্মরত প্রত্যেকটি কর্মচারীকে ট্রেনিং বা প্রশিক্ষণ দেওয়া হবে।এখানে আর্টিফিশিয়াল গ্রাভিটি বা কৃত্রিম মহাকর্ষ তৈরি করা হবে, যাতে ভ্রমণকারীদের কোন অসুবিধা না হয়।এছাড়া বিজ্ঞানীদের জন্য আলাদা করে একটি জায়গা বাড়ানো হবে যেখান থেকে তারা রিসার্চ বা গবেষণা করতে পারবে।  হোটেলটিতে কাচের জানালা থাকবে,যাতে ভেতর থেকে মহাকাশ দেখা যায় এবং একসাথে ৪০০ লোকের বসা ও ঘোরার সুবিধা থাকবে।

এখনও পর্যন্ত বাজেট এবং টিকিটের দাম বলা হয়নি।কিন্তু কোম্পানি বলেছে নির্মাণ আর টিকিটের দাম মধ্যবিত্ত লোকেদের কথা মাথায় রেখেই বানানো হচ্ছে।এর মানে একজন মধ্যবিত্ত পরিবারের সদস্যও এই হোটেলের মজা নিতে পারবেন।

এবার দেখা যাক কি হয়?

যদি ভবিষ্যতে আপনি এই হোটেলের মজা নেওয়ার সুযোগ পান,তাহলে আপনি কার সাথে যেতে চাইবেন?কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাবেন।

তথ্যটি অবশ্যই সবার সাথে শেয়ার করে বাকিদেরও জানার সুযোগ করে দেবেনমহাকাশ সম্পর্কিত বিভিন্ন ইন্টারেস্টিং তথ্যের ব্যাপারে সবসময় আপডেটেড থাকার জন্য ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ফেসবুক,ইন্সটাগ্রামন্যান্য সোশ্যালমিডিয়াতে মহাকাশচারনাকে ফলো করুন।আর মহাকাশ সম্পর্কিত বিভিন্ন আকর্ষণীয়,রহস্যময় ও বিজ্ঞানভিত্তিক তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে মহাকাশচারনা চ্যানেলটিকে  সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন।