আপনারা মঙ্গল গ্রহে নাসার পারসিভারেন্সরোভারের সফল অবতরণের কথা সবাই জানেন(Successful landing of Perseverance)।কিন্তু আপনারা কি জানেন এখনও পর্যন্ত কোন কোন দেশ মঙ্গলে সফলভাবে মহাকাশযান পাঠিয়েছে? সে সম্পর্কে জানতে ইচ্ছুক হলে কমেন্ট করে জানাবেন।

২০২০ তে আরব দেশ প্রথমবার মঙ্গলগ্রহের উদ্দেশ্যে মহাকাশযান পাঠিয়েছিল।আরবের প্রথম মঙ্গল অভিযান সম্পর্কে জানেন(First mars mission of UAE)? আপনারা কি জানেন আরবের মহাকশযান মঙ্গলের কক্ষপথে সফলভাবে প্রবেশ করে রেকর্ড সৃষ্টি করেছে? 

এমনকি সম্প্রতি মহাকাশযানটি মঙ্গলের আগ্নেয়গিরির ছবি পাঠিয়েছে, যেটা বিজ্ঞানীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরব কবে কোন উদ্দেশ্যে এই মিশন পাঠালো এবং এই অভিযান ঠিক কতদিনের জন্য?   


UAE first mars mission
আরবের প্রথম মঙ্গল অভিযান

                                        

১৯ শে জুলাই আরব আমিরশাহী প্রথমবার মঙ্গলের উদ্দেশ্যে মহাকাশযান উৎক্ষেপণ করে।মহাকাশযানটির নাম দেওয়া হয়েছে “আল-আমাল”, যার ইংরেজি নাম হোপ(Hope spacecraft) অর্থাৎ বাংলায় যার অর্থ আশা।

দীর্ঘ ৭ মাস মহাকাশে সফরের পর যানটি ৯ ই ফেব্রুয়ারী মঙ্গলের কক্ষপথে পৌঁছায়, এমনকি ১৪ ই ফেব্রুয়ারী বিজ্ঞানীদের মঙ্গলগ্রহের ছবি পাঠিয়েছিল।এরফলে মঙ্গলে যেসব দেশ সফলভাবে মহাকাশযান পাঠিয়েছে আরব তাদের তালিকায় নাম লেখালো।

জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, মহাকাশযানহোপ’, যে আগ্নেয়গিরিটির ছবি তুলে পাঠিয়েছে তার নাম অলিম্পাস মন্স’(Olympus mons)এটাই সৌরমণ্ডলের অন্য গ্রহগুলির আগ্নেয়গিরিদের মধ্যে বৃহত্তম এটি রয়েছে লাল গ্রহেরথারসিসএলাকায় সেখানে আরও অনেক বড় বড় আগ্নেয়গিরি রয়েছে তাদের মধ্যে কয়েকটি হল অ্যাসক্রেয়াস মন্স’, ‘প্যাভনিভ মন্সএবংআরসিয়া মন্স’।

হোপ প্রোবটির প্রধান উদ্দেশ্য মঙ্গল গ্রহের জলবায়ু আবহাওয়া পর্যবেক্ষণ করা।প্রোবটি মঙ্গলের ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৪৭০০ কিমি ওপর থেকে প্রায় এক মঙ্গলীয় বছর অর্থাৎ প্রায় ৬৮৭ দিন ধরে এই গ্রহকে পর্যবেক্ষণ করবে এবং বিজ্ঞানীদের তথ্য পাঠাবে।

২০২০ তে তিনটি দেশ মঙ্গল গ্রহের উদ্দেশ্যে রকেট উৎক্ষেপণ করেছিল, যার মধ্যে হোপ একটি এবং বাকি দুটো হল, চীনের তিয়ানউয়ান-১ এবং নাসার মঙ্গল মিশন।তবে ২০২১ এ আরবের মহাকাশযান প্রথম মঙ্গলের কক্ষপথে পৌঁছেছে।

এবার দেখতে হবে কোন দেশ মঙ্গলের রহস্য উদ্ঘাটনে কতটা সফল হয়, যদিও প্রত্যেকের উদ্দেশ্য আলাদা।