জানুয়ারী ও ফেব্রুয়ারী মাসের মহাজাগতিক ঘটনাগুলো মিস করে গেছেন??

 

এইবছর অর্থাৎ ২০২১ সালের জানুয়ারী ও ফেব্রুয়ারী মাসে কিছু দুর্লভ মহাজাগতিক ঘটনা(Rare cosmic events) ঘটেছিল।

আর মার্চ মাসেও কয়েকটি গুরুত্বপূর্ণ মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে।প্রত্যেক মাসে কি কি মহাজাগতিক ঘটনা ঘটবে, আপনারা কি সেই বিষয়ে জানতে আগ্রহী ??

তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

cosmic events of march
Astronomy events of march


মার্চ ১৪

১৪ ই মার্চ গেমিনিড মেটেওর সাওয়ার(Geminid meteor shower) হবে বা উল্কা বৃষ্টি হবে।ঘণ্টায় প্রায় ৬ টি উল্কা পড়বে।তবে আবহাওয়া ভালো থাকলে তবেই এটি দৃশ্যমান হবে।আশাকরি আপনাদের ভাগ্য ভালো হবে।  

মার্চ ২০

২০ই মার্চ দিন-রাত্রি সমান হবে(equal day night)।ওইসময় সূর্যের রশ্মি পৃথিবীর মাঝামাঝি অবস্থিত ভূমধ্যরেখার ওপর পড়বে।

মার্চ ২৮

ওইদিন বছরের প্রথম সুপারমুন(First supermoon of 2021) দেখা যাবে এবং চাঁদকে সাধারণের তুলনায় একটু বড়ো দেখাবে।

এই ছিল মার্চ মাসের মহাজাগতিক ঘটনা সমূহের লিস্ট।আরও অনেক আছে, কিন্তু এখানে শুধুমাত্র গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর কথা বলা হল।

আরও বিস্তারিত জানতে নিম্নলিখিত ভিডিওটি দেখতে পারেন।