আপনারা সবাই জানেন যে, সম্প্রতি নাসা মঙ্গল গ্রহে একটি রোভার পাঠিয়েছে, যার নাম পারসিভারেন্স(Perseverance rovarএবং এটি মঙ্গলের জেজেরো ক্রেটারে(Jezero crater) অবতরন করেছে।এই মিশনের সাথে আমেরিকা মঙ্গলে সবথেকে বেশি রোভার পাঠানোর রেকর্ড করলো।

৩০ শে জুলাই উৎক্ষেপণের পর থেকে রোভারটির যাত্রা শুরু হয়।তারপর মহাকাশে ৭ মাস সফরের পর ১৯ শে ফেব্রুয়ারী ভারতীয় সময় রাত্রি ২:৩০ এ মঙ্গলের মাটিতে অবতরণের পর রোভারটি লাল গ্রহের প্রথম ছবি পাঠিয়েছিল।এর সাথে একটি হেলিকপ্টারকেও পাঠানো হয়েছে।



mars first image by perseverance rover
পারসিভারেন্স রোভারের দ্বারা তোলা মঙ্গল গ্রহের প্রথম ছবি


এই মিশনের প্রধান উদ্দেশ্য লাল গ্রহের মাটি,পাথর,তাপমাত্রা ও বায়ুমণ্ডল পর্যবেক্ষণ করে জীবনের সম্ভাবনা খুঁজে বের করা এবং মাটি ও পাথরের স্যাম্পল সংগ্রহ করে পৃথিবীতে নিয়ে আসা।এর মাধ্যমে ভবিষ্যতে মঙ্গল গ্রহে বসবাস করা যাবে কিনা তা আরও বিস্তারিত ভাবে জানা যাবে।

এই মিশনে এখনও পর্যন্ত ২.৮ আরব ডলার অর্থাৎ ১৯ হাজার করোর টাকা খরচ হয়েছে।সুতারং আপনারা বুঝতেই পারছেন, মিশনটি সফল না হলে অনেক টাকা খরচ হত।নাসার এই সফলতার পর সমস্ত আমেরিকাবাসী আনন্দে মেতে উঠেছিল।আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন এই সফলতার জন্য টুইট করে নাসাকে অভ্যর্থনা এবং শুভকামনা জানিয়েছে।

আপনারা কি জানেন,এই মিশনের গাইডেন্স ও কন্ট্রোলার একজন ভারতীয় মহিলা এবং তিনি একজন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার।ওনার নাম স্বাতী মোহন।যদি আপনারা ওনার ব্যাপারে বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।