২০১৭ সালের ১৫ ই ফেব্রুয়ারী ভারতীয় মহাকাশ সংস্থা তথা ইসরো(ISRO) মহাকাশে পি এস এল ভি সি-৩৭(PSLV C-37) রকেটের সাহায্যে প্রথম একসাথে ১০৪ টি স্যাটেলাইট পাঠিয়ে রেকর্ড গড়েছিল।উপগ্রহগুলোর মোট ওজন ছিল ১.৩ টন বা ১৩০০ কেজি(1.3 Ton), যার মধ্যে কার্টোস্যাট-২ডি(Cartosat 2D) স্যাটেলাইটটির ওজন সবথেকে বেশি ছিল, প্রায় ৭১২ কেজি।এটি একটি আর্থ অবসারভেশন স্যাটেলাইট বা পৃথিবী পর্যবেক্ষণকারী কৃত্রিম উপগ্রহ(Earth Observation Satellite)।

এগুলো আপনারা সবাই জানেন।কিন্তু আপনারা জানেন কি, সম্প্রতি স্পেস-এক্স একটি নতুন রেকর্ড বানিয়েছে?

কি সেই রেকর্ড? স্পেস-এক্স কবে এবং কিভাবে এই রেকর্ড করলো ?

..................................................................................

২৫ শে জানুয়ারী ফ্লোরিডার কেপ কানাভেরেল ষ্টেশন থেকে স্পেস-এক্স(SpaceX) একটি রকেট উৎক্ষেপণ করেছিল।মিশনটির নাম দেওয়া হয়েছিল ট্রান্সপোর্টার-1(Transporter) বাংলায় যার অর্থ পরিবহনকারী-১।ওইদিন ফেলকন-৯ রকেটের সাহায্যে স্পেস-এক্স মোট ১৪৩ টি স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে।এর পেলোডের ওজন ছিল প্রায় ৫০০ কেজি।স্যাটেলাইটগুলোকে এস এস ও অর্থাৎ সান সিংঙ্ক্রোনাস অরবিটে(Sun synchronous Orbit) পাঠানো হয়েছে,যা পোলার অরবিট থেকে ৫০০ কিমি।


new record by spacex
স্পেস-এক্স এর নতুন রেকর্ড


এই মিশনে স্টারলিঙ্ক কোম্পানির স্যাটেলাইট পাঠানো হয়েছে, যাদের প্রধান উদ্দেশ্য মহাকাশে ইন্টারনেটের জাল তৈরি করা এবং গ্লোবাল হাই স্পীড ইন্টারনেট প্রদান করা।এলন মাস্কের মতে, স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীর প্রত্যেক কোনায় খুব সহজে ইন্টারনেট পৌঁছে দেওয়া সম্ভব হবে।


Spacex rocket
মহাকাশে স্পেস-এক্স এর কৃত্রিম উপগ্রহ 


তবে স্পেস-এক্স নতুন রেকর্ড বানিয়েছে সেটা ঠিক, কিন্তু এই কোম্পানি মিশনটির পেছনে যেই পরিমাণ টাকা খরচ করেছে সেই পরিমাণ টাকা ইসরোর কাছে থাকলে তারা এর থেকেও আরও বড়ো রেকর্ড বানাবে।কারণ কম খরচে এবং প্রথম প্রয়াসে কিভাবে সফল হতে হয়, তা ইসরো ও তার বিজ্ঞানীরা ভালো ভাবেই জানে এবং তারা এই বিষয়ে খুবই নিপুণ ও দক্ষ।

মহাকাশ সম্পর্কিত বিভিন্ন রহস্যময় ও বিজ্ঞানভিত্তিক তথ্য সম্পর্কে জানতে “মহাকাশচারনা”(Mahakashcharona) চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন।

আরও জানতে নিম্নলিখিত ভিডিওটি দেখতে পারেন।