আপনারা কি জানেন, প্রথম মঙ্গলযান অভিযানের সফলতার পর ইসরো মঙ্গলে দ্বিতীয় অভিযান(second mars orbiter mission of ISRO) পাঠানোর সিধান্ত নিয়েছে।

ইসরো কবে মঙ্গলে দ্বিতীয় অভিযান পাঠাবে?

এই মিশনের প্রধান উদ্দেশ্য কি? ইসরোর চেয়ারম্যান এই বিষয়ে কি বলেছেন?

সম্পূর্ণ ব্লগটি পড়লে এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।


Mangalyaan-2 mission
ইসরোর মঙ্গল অভিযান


সংস্কৃতে মঙ্গলইয়ান(Mangalyaan) কথার বাংলা অর্থ হল মঙ্গলযান অর্থাৎ ইংরেজিতে যাকে মার্স ক্র্যাফট(mars craft) বলা হয়।২০২৪-২০২৫ সালের মধ্যে চন্দ্রযান-৩ মিশন উৎক্ষেপণের পর ইসরো দ্বিতীয় মার্স অরবিটার অর্থাৎ মঙ্গলযান পাঠাবে।ইসরোর চেয়ারম্যান কে সিভান বলেছেন,“এটি শুধুমাত্র একটি অরবিটার মিশন হবে অর্থাৎ যানটি মঙ্গল গ্রহের চারপাশে ঘুরে বেড়াবে এবং এতে কোনো রোভার থাকবে না”।

এই মিশনের সময়কাল এক বছর এবং প্রধান উদ্দেশ্য মঙ্গল গ্রহকে আরও গভীরভাবে পর্যবেক্ষণ করা অর্থাৎ মঙ্গলযানটি প্রায় এক বছর ধরে লাল গ্রহকে পর্যবেক্ষণ করবে এবং ইসরোকে তথ্য পাঠাবে।এর পেলোডের ওজন হবে প্রায় ১১০ কেজি বা ২২০ পাউন্ড।এটি জি এস এল ভি মার্ক-৩(GSLV Mark III) রকেটের সাহায্যে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস ষ্টেশন থেকে উৎক্ষেপণ করা হবে।

এখনও পর্যন্ত এই বিষয়ে ইসরোর তরফ থেকে আর বিস্তারিত কিছু জানানো হয়নি।ভবিষ্যতে যদি এই বিষয়ে আরও কিছু তথ্য পাওয়া যায় তাহলে “মহাকাশচারনা”(Mahakashcharona) চ্যানেলে অবশ্যই ভিডিও আপলোড হবে, তার জন্য আপনাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করার অনুরোধ করছি।

মহাকাশ সম্পর্কিত বিভিন্ন রহস্যময় এবং বিজ্ঞানভিত্তিক তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে ফেসবুক,ইন্সটাগ্রাম ও অন্যান্য সোশ্যাল মিডিয়াতে মহাকাশচারনাকে ফলো করতে পারেন(Follow mahakashcharona on facebook,instagram and others social media)।