এইবছর অর্থাৎ ২০২১ সালে মোট চারটি গ্রহণ দেখা যাবে, যার মধ্যে দুটি সূর্যগ্রহণ ও দুটি চন্দ্রগ্রহণ হবে।প্রতিবছর সাধারণত ৪-৫ টি গ্রহণ দেখা যায়।একই বছরে ৭-৮ টি গ্রহণ দেখতে পাওয়ার সম্ভাবনা খুবই কম।নিম্নে ২০২১ এর গ্রহণ গুলো সম্পর্কেই বিস্তারিত বলা হয়েছে।

All eclipse of 2021
গ্রহণ ২০২১


মে ২৬

২৬ মে বছরের প্রথম চন্দ্রগ্রহণ দেখা যাবে।এটি টোটাল লুনার ইক্লিপ্স বা সম্পূর্ণ চন্দ্রগ্রহণ(Total Lunar Eclipse) হবে।এই গ্রহণ দক্ষিণ-পূর্ব এশিয়া,অস্ট্রেলিয়া,অ্যান্টার্কটিকা,আমেরিকা থেকে দেখা যাবে।পৃথিবীর অন্য জায়গা থেকে এটি সুপারমুন হিসাবে দেখা যাবে।

জুন ১০

১০ ই জুন এনুলার সোলার ইক্লিপ্স বা বলয়াকার সূর্যগ্রহণ(Annular Solar Eclipse) দেখা যাবে।এটি বছরের প্রথম সূর্যগ্রহণ।ইউরোপ,এশিয়া,আমেরিকা এবং আফ্রিকার কিছু অংশ থেকে এই গ্রহণ দেখা যাবে।

নভেম্বর ১৯

১৯ শে নভেম্বর পার্সিয়াল লুনার ইক্লিপ্স বা আংশিক চন্দ্রগ্রহণ(Partial lunar eclipse) দেখা যাবে।এই গ্রহণ ইউরোপ,এশিয়া,অস্ট্রেলিয়া এবং আফ্রিকা থেকে দেখা যাবে।

ডিসেম্বর ৪

৪ ই ডিসেম্বর বছরের শেষ সূর্যগ্রহণ(last solar eclipse of 2021) দেখা যাবে।ওইদিন অ্যান্টার্কটিকা,দক্ষিণ আফ্রিকা,দক্ষিণ অস্ট্রেলিয়া থেকে গ্রহণটি দেখতে পাওয়া যাবে।এটি সম্পূর্ণ সূর্যগ্রহণ হবে।তবে ভারত থেকে এই গ্রহণ দেখতে পাওয়ার সম্ভাবনা অনেক কম।

আরও বিস্তারিত জানতে নিম্নলিখিত ভিডিওটি দেখতে পারেন।