২০২০ তে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো আগে কখনও ঘটেনি এবং কিছু ঘটনা এমন ছিল যেগুলো অনেক বছর পর দেখা গিয়েছিল।ওইবছর কিছু মহাজাগতিক ঘটনাও ঘটেছিল যেগুলো মহাকাশপ্রেমীদের সাথে সাথে অন্যান্য মানুষদেরও আকর্ষণ করেছিল।আপনারা হইতো সেগুলো দেখে থাকবেন অথবা শুনে থাকবেন।

এইবছর অর্থাৎ ২০২১ সালেও কিছু দুর্লভ মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে(rare cosmic events is going to happen in 2021)।আপনারা যদি সেইসব ঘটনা সম্পর্কে না জেনে থাকেন, তাহলে চিন্তা করবেন না।আজকে সেই বিষয়েই বিস্তারিত বলা হয়েছে।তাই এইসমস্ত বিরল মহাজাগতিক ঘটনা সম্পর্কে জানতে ইচ্ছুক হলে অবশ্যই শেষ পর্যন্ত পড়বেন।

তো চলুন জেনে নেওয়া যাক।

rare cosmic events of 2021
বিরল মহাজাগতিক ঘটনা

জানুয়ারী

জানুয়ারী ১০

১০ ই জানুয়ারী বৃহস্পতি,মঙ্গলশনি গ্রহের ট্রিপল কঞ্জাঙ্কসন(Triple Conjunction of jupiter,mars and saturn planet) বা একত্রীকরণ ঘটবে অর্থাৎ এই তিনটি গ্রহ একে অপরের অনেকটা কাছে আসবে।সূর্যাস্তের ৪৫ মিনিট পর এই দৃশ্য ত্রিভূজের আকারে দেখা যাবে।

জানুয়ারী ১৩

বছরের প্রথম অমাবস্যা হবে(first new moon of the year)।

জানুয়ারী ২৪

শনি গ্রহ সূর্যের অনেক কাছাকাছি আসবে।

জানুয়ারী ২৯

২০২১ এর প্রথম পূর্ণিমা দেখা যাবে(first full moon of 2021)।   



ফেব্রুয়ারী(February)

ফেব্রুয়ারী ৮

৮ ই ফেব্রুয়ারী আলফা সেন্টাউরিড  মেটেওর সাওয়ার(Alpha Centaurids Meteor Shower on 8th february) অর্থাৎ উল্কা বৃষ্টি দেখা যাবে।পরবর্তী কয়েক সপ্তাহের জন্য এটি শেষ উল্কা বৃষ্টি হবে।তবে এই দৃশ্য সাধারণত মেঘমুক্ত আকাশ এবং পাহাড়ী এলাকা থেকে দেখা যাবে।

একই দিনে বুধ গ্রহ সূর্যের খুব কাছাকাছি আসবে এবং ঠিক ওইসময় পৃথিবীরও কাছে আসবে।এই ঘটনাকে ইনফেরিওর কঞ্জাঙ্কশন(Inferior Conjunction) বলা হয়।তাই ওই দিনের জন্য তৈরি থাকতে ভুলবেন না, কারন একই দিনে দুটি মহাজাগতিক ঘটনা খুব কম ঘটে থাকে।

ফেব্রুয়ারী ১৮

তার ৬ দিন পর ১৮ ই ফেব্রুয়ারীতে চাঁদ পৃথিবী থেকে সবথেকে দূরের বিন্দুতে যাবে এবং চাঁদকে খুব ছোটো দেখাবে।

ফেব্রুয়ারী মাসের মহাজাগতিক ঘটনাগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে ফেব্রুয়ারী লেখাটির ওপর ক্লিক করুন। 

মার্চ(March)

মার্চ ১৪

১৪ ই মার্চ গেমিনিড মেটেওর সাওয়ার(Geminid Meteor Shower) হবে বা উল্কা বৃষ্টি হবে।ঘণ্টায় প্রায় ৬ টি উল্কা পড়বে।

মার্চ ২০

২০ই মার্চ দিন-রাত্রি সমান হবে।ওইসময় সূর্যের রশ্মি পৃথিবীর মাঝামাঝি অবস্থিত ভূমধ্যরেখার ওপর পড়বে।

মার্চ ২৮

ওইদিন বছরের প্রথম সুপারমুন(First Supermoon of 2021) দেখা যাবে এবং চাঁদকে সাধারণের তুলনায় একটু বড়ো দেখাবে।

 

এপ্রিল(April)  

এপ্রিল ১৭

ওইদিন মঙ্গল গ্রহ চাঁদের আড়ালে চলে যাবে।

এপ্রিল ২৭

তার ঠিক ১০ দিন পর অর্থাৎ ২৭ এপ্রিল বছরের দ্বিতীয় সুপারমুন(Second super moon of 2021) দেখা যাবে, যাকে পিঙ্ক মুন বা গোলাপি চাঁদ(Pink Moon) নাম দেওয়া হয়েছে।এরমানে এই নয় যে, ওইদিন চাঁদকে গোলাপি দেখাবে।আসলে ওইসময় পিঙ্ক মস ফ্লকস(pink moss flocks flower) ফুল ফোটে, তাই চাঁদের এরকম নাম দেওয়া হয়েছে।


মে(May)

৬ই মে

৬ই মে উল্কা বৃষ্টি দেখা যাবে।ওইদিন ঘণ্টায় ৪০ টি করে উল্কা(40 meteor per hour) পড়বে।

২৬ মে  

২৬ মে চন্দ্রগ্রহণ(First Lunar Eclipse of 2021) দেখা যাবে।ওইদিন আমেরিকা এবং দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে এই গ্রহন দেখা যাবে।পৃথিবীর অন্যান্য জায়গায় এটি তৃতীয় সুপারমুন(third supermoon) হিসাবে দেখা যাবে।

জুন(June)

১০ ই জুন , এনুলার সোলার ইক্লিপ্স অর্থাৎ বলয়াকার সূর্যগ্রহণ(Annular Solar Eclipse) দেখা যাবে।এই গ্রহন আমেরিকা,রাশিয়া,কানাডা,গ্রিনল্যান্ড থেকে দেখা যাবে।

২১ শে জুন  উত্তর গোলার্ধে বড়ো দিন ছোটো রাত এবং দক্ষিণ গোলার্ধে তার ঠিক উল্টো অর্থাৎ দিন ছোটো রাত বড়ো হবে।কারণ ওইসময় সূর্যের কিরণ কর্কটক্রান্তি রেখার ওপর পড়বে।

২৪ শে জুন এই বছরের শেষ সুপারমুন(last supermoon of the year) দেখা যাবে।

 

জুলাই(July)

এরপর ৩০ শে জুলাই উল্কা বৃষ্টি(Meteor shower) দেখা যাবে।

অগাস্ট(August)

২ রা অগাস্ট শনি গ্রহ পৃথিবীর কাছাকাছি আসবে।সূর্যাস্তের পর মেঘমুক্ত আকশে এই দৃশ্য খালি চোখে দেখা যাবে।

১২ ই অগাস্ট উরসিড উল্কা বৃষ্টি হবে(Ursid Meteor Shower)।এটি বছরের সেরা উল্কা বৃষ্টি হবে, কারণ ওইসময় ঘণ্টায় প্রায় ১৫০ টি করে উল্কা পড়বে।রাত্রি ১২ টার পর এই উল্কা ঝর্না চরম সীমায় পৌঁছাবে।

২০ অগাস্ট বৃহস্পতি গ্রহ পৃথিবীর খুব কাছ দিয়ে যাবে।

২২ অগাস্ট ব্লু মুন বা নীল চাঁদ(Blue Moon) দেখা যাবে।

সেপ্টেম্বর(September 

১৪ই সেপ্টেম্বর নেপচুন গ্রহ অন্যান্য সময়ের তুলনায় পৃথিবীর অনেকটা কাছাকাছি আসবে।তবে নেপচুনকে খালি চোখে দেখা যাবে না।

২৩ সেপ্টেম্বর দিনটিতেও দিন রাত্রি সমান হবে।

অক্টোবর(October)

আপনারা যদি অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিকে(Andromeda Galaxy) দেখতে চান তাহলে ২ রা অক্টোবর হল তার জন্য সবথেকে ভাল দিন।কারণ ওইদিন অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিকে পৃথিবী থেকে খুব ভাল ভাবে দেখা যাবে।

নভেম্বর(November)

৫ ই নভেম্বর ইউরেনাস গ্রহ পৃথিবীর অনেকটা কাছে আসবে।কিন্তু নেপচুনের মতো এই গ্রহকেও পৃথিবী থেকে দেখা যাবে না।

১৯ নভেম্বর বছরের শেষ চন্দ্রগ্রহণ(Last lunar eclipse of 2021) দেখা যাবে।এই গ্রহণ প্রায় সাড়ে ৩ ঘণ্টা ধরে চলবে।এতে চাঁদের ৯৭ শতাংশ ঢাকা পড়ে যাবে।গ্রহণটি পূর্ব এশিয়া,আমেরিকা,ইন্দোনেশিয়া,উত্তর ইউরোপ থেকে দেখা যাবে।

ডিসেম্বর(December)

৪ ডিসেম্বর দক্ষিণ অস্ট্রেলিয়া,অ্যান্টার্কটিকা,দক্ষিণ আফ্রিকা থেকে বছরের শেষ সূর্যগ্রহণ(last solar eclipse of the year) দেখা যাবে।ভারত থেকে এই গ্রহণ দেখতে পাওয়ার চান্স খুবই কম।

১৪ ডিসেম্বর গেমিনিড উল্কা বৃষ্টি হবে(Geminid Meteor Shower)।ঘণ্টায় প্রায় ১৫০ টি উল্কা পড়বে।এতে হলুদ ও সাদা উল্কা দেখতে পাওয়া যাবে।তবে আবহাওয়া ভালো থাকলে তবেই এটি দৃশ্যমান হবে।আশাকরি আপনাদের ভাগ্য ভালো হবে।

১৯ ডিসেম্বর এই বছরের শেষ পূর্ণ চন্দ্র বা পূর্ণিমা(Last Full moon) দেখা যাবে।

২১ ডিসেম্বর উত্তর গোলার্ধে দিন ছোটো রাত বড়ো এবং দক্ষিণ গোলার্ধে দিন বড়ো রাত ছোটো হবে।

এর সাথে ২০২১ ও দেখতে দেখতে শেষ হয়ে যাবে।আশাকরি এই বছর সবার ভালো কাটবে।

আপনারা এইসমস্ত মহাজাগতিক দৃশ্য চাক্ষুষ করতে তৈরি থাকুন।আর এগুলোর মধ্যে আপনারা কোন ঘটনাটি বা ঘটনাগুলো দেখতে সবথেকে বেশি ইচ্ছুক সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।