জানুয়ারী মাসের মহাজাগতিক ঘটনাগুলো মিস করে গেছেন??

এইবছর অর্থাৎ ২০২১ সালের জানুয়ারী মাসে কিছু দুর্লভ মহাজাগতিক ঘটনা ঘটেছিল।

১০ ই জানুয়ারী মঙ্গল, বৃহস্পতি ও শনি গ্রহ কাছাকাছি এসেছিল(Mars,Jupiter & Saturn conjunction)।২৪ জানুয়ারী শনি গ্রহ সূর্যের কাছাকাছি এসেছিল এবং ২৯ জানুয়ারী ২০২১ সালের প্রথম পূর্ণ চন্দ্র অর্থাৎ পূর্ণিমা দেখা গিয়েছিল।

আপনারা কি সেগুলো মিস করে গেছেন? তবে চিন্তার কোনো কারন নেই।এই মাসে অর্থাৎ ফেব্রুয়ারীতেও আমরা কিছু দুর্লভ মহাকাশীয় ঘটনার সাক্ষী হতে চলেছি।               

ফেব্রুয়ারী ৮

৮ ই ফেব্রুয়ারী আলফা সেন্টাউরি মেটেওর সাওয়ার(Alpha Centauri Meteor Shower) অর্থাৎ উল্কা বৃষ্টি দেখা যাবে।পরবর্তী কয়েক সপ্তাহের জন্য এটি শেষ উল্কা বৃষ্টি হবে।তবে এই দৃশ্য সাধারণত মেঘমুক্ত আকাশ এবং পাহাড়ী এলাকা থেকে দেখা যাবে।

Alpha centauri meteor shower
উল্কা বৃষ্টি

একই দিনে বুধ গ্রহ সূর্যের খুব কাছাকাছি আসবে এবং ঠিক ওইসময় পৃথিবীরও কাছে আসবে।এই ঘটনাকে ইনফেরিওর কঞ্জাঙ্কশন(Inferior Conjunction) বলা হয়।

তাই ওই দিনের জন্য তৈরি থাকতে ভুলবেন না, কারন একই দিনে দুটি মহাজাগতিক ঘটনা খুব কম ঘটে থাকে।

ফেব্রুয়ারী ১০  

এর ঠিক দুইদিন পর অর্থাৎ ১০ তারিখ চাঁদ শনি গ্রহকে পাশ কাটিয়ে চলে যাবে।

ফেব্রুয়ারী ১২

এরপর ১২ ই ফেব্রুয়ারী নিউ মুন(new moon) অর্থাৎ অমাবস্যা হবে।

ফেব্রুয়ারী ১৮

moon from earth
চাঁদ

তার ৬ দিন পর ১৮ ই ফেব্রুয়ারীতে চাঁদ পৃথিবী থেকে সবথেকে দূরের বিন্দুতে যাবে এবং চাঁদকে খুব ছোটো দেখাবে।

ফেব্রুয়ারী ১৯ 

চাঁদ মঙ্গল গ্রহকে পাশ কাটিয়ে যাবে।এই দৃশ্য দক্ষিণ-পশ্চিম দিগন্তরেখার ৭৬ ডিগ্রি ওপরে দেখা যাবে।

ফেব্রুয়ারী ২৭

Full snow moon
পূর্ণ চন্দ্র

সবশেষে অর্থাৎ ২৭ ফেব্রুয়ারী ফুল স্নো মুন(Full snow moon) অর্থাৎ পূর্ণ চন্দ্র বা পূর্ণিমা হবে।

এই বিষয়ে আরও বিস্তারিত জানতে নিম্নিলিখিত ভিডিওটি দেখতে পারেন।