আজকে দুটি মহাকাশীয় তথ্যের কথা বলা হল।
প্রথমটি হল, অসিরিস-রেক্স(Osiris-REx) মহাকাশযান বেনু গ্রহাণু(Bennu Asteroid) থেকে নমুনা(স্যাম্পল)
সংগ্রহ করে পৃথিবীতে ফিরে আসতে ছলেছে।মহাকাশযানটি কবে নমুনা সংগ্রহ করেছিল? কত সালে এটি পৃথিবীতে
ফিরে আসবে? এর প্রধান কাজ কি ছিল? আজকে সেই বিষয়ে বলা হয়েছে।
আর দ্বিতীয়টি হল, নাসা একটি রহস্যময় গ্রহের খোঁজ পেয়েছে(NASA discover a mysterious planet)।বিজ্ঞানীদের
ধারণা অনুযায়ী এই গ্রহে জল থাকার সম্ভাবনা রয়েছে।এমনকি নাসার তথ্য অনুযায়ী ভবিষ্যতে
এই গ্রহে প্রাণ সঞ্চারও হতে পারে।তাই এই ব্যাপারে বিস্তারিত জানতে অবশ্যই শেষ পর্যন্ত পড়বেন।
১০ই মে নাসার অরিজিন স্পেক্ট্রাল ইন্টারপ্রিটেশন রিসোর্স আইডেন্টিফিকেশন সিকিউরিটি রেগোলিথ এক্সপ্লোরার(Orijin Spectral Interpretation Resource Identification Security Regolith Explorar) সংক্ষেপে অসিরিস-রেক্স(Osiris-REx) মহাকাশযান বেনু গ্রহানুকে বিদায় জানাবে।
এই মহাকশযানের প্রধান কাজ হল বেনু গ্রহানুর নমুনা বা স্যাম্পল সংগ্রহ করে পৃথিবীতে নিয়ে আসা, যার সাহায্যে বিজ্ঞানীরা গবেষণা করবে এবং বেনুর রহস্য উদঘাটনের চেষ্টা করবে।২০২০ সালের ২০ অক্টোবর বেনু গ্রহাণু থেকে নমুনা সংগ্রহ করা হয়।বিজ্ঞানীদের মোট ২ আউন্স অর্থাৎ ৬০ গ্রাম নমুনা প্রয়োজন।মহাকাশযানটি যথারীতি তার কার্য সম্পন্ন করে।২০২৩ সালের ২৪শে সেপ্টেম্বর যানটি পৃথিবীতে ফিরে আসবে এবং নমুনা সরবরাহ করবে।
২০১১ সালে কেপলার মিশনের দ্বারা এই গ্রহটি আবিষ্কৃত হয়েছিল।বিজ্ঞানীদের দ্বারা খুঁজে পাওয়া এটি প্রথম গ্রহ, যা সূর্যের মতো একটি নক্ষত্রের চারপাশে আবর্তন করে। এই গ্রহ পৃথিবীর আকারের ২.৪ গুন।ওইসময় বিজ্ঞানীরা জানতেন না, গ্রহটি প্রধানত পাথুরে, বায়বীয় নাকি তরল রয়েছে।তবে তাদের ধারণা ছিল যে, এখানে মেঘ থাকতে পারে।
![]() |
রহস্যময় গ্রহ কেপলার-২২বি |
সম্প্রতি নাসার ওয়েবসাইটে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে,
মহাকাশ সম্পর্কিত বিভিন্ন বিজ্ঞানভিত্তিক ও রহস্যময় ঘটনাবলী সম্পর্কিত ভিডিও দেখার জন্য ইউটিউবে “মহাকাশচারনা” চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে করে দেবেন(Please subcribe mahkashcharona channel & press the bell icon for future updates)।
0 Comments
Post a Comment