২০২০ তে এমন কিছু ঘটনা ঘটেছে যা আমরা আগে কখনো কল্পনা করিনি, কয়েকটি ঘটনা এমন ছিল যেগুলো অনেক বছর পরে দেখা গেল। এরকম কিছু অকল্পনীয় মহাজাগতিক ঘটনাও ঘটেছে। ডিসেম্বর মাসেও কিছু দুর্লভ মহাজাগতিক ঘটনা(cosmic events) ঘটতে চলেছে। নিম্নে সেই বিষয়ে বিস্তারিত বলা হল।
১. মিথুন উল্কা
বৃষ্টি(Geminid Meteor Shower)
১৩-১৪ ডিসেম্বর
ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে বছরের অন্যতম সেরা উল্কা বৃষ্টি হতে চলেছে। প্রতি ঘণ্টায় প্রায় ১০০ টি উল্কা পড়বে। এটি সারা রাত সক্রিয় থাকে।আমেরিকান মেটিওর সোসাইটি(American Meteor Society) জানিয়েছে,"মিথুন উল্কাগুলি(geminid meteors) প্রায়শই উজ্জ্বল এবং তীব্র বর্ণের হয়"।
![]() |
মিথুন উল্কাবৃষ্টি(Geminid meteor shower) |
এই উল্কাপিণ্ডগুলি দক্ষিণ গোলার্ধেও দেখা যায়।স্থানীয় সময় রাত্রি ৯-১০ মধ্যে উল্কা বৃষ্টি শুরু হবে।তবে খালি চোখে এই দৃশ্য দেখতে পাওয়ার সম্ভাবনা কম।
২. সূর্যগ্রহণ(Total
Solar Eclipse)
১৪ ডিসেম্বর
২০২০ সালের শেষ সূর্যগ্রহণ দক্ষিণ আমেরিকা(South America) জুড়ে আকাশকে অন্ধকার করবে।এই মহাদেশের বেশিরভাগ অংশই প্রত্যক্ষ করতে সক্ষম হবে, তবে দক্ষিণ চিলি এবং দক্ষিণ আর্জেন্টিনা জুড়ে দেখতে পাবে। এই ছোট্ট অঞ্চলটির মধ্যে রয়েছে টেমুকো এবং পুকন, চিলি এবং সিয়েরা কলোরাডো, ভালচেটা এবং লাস গ্রুটাস, আর্জেন্টিনা।এই সূর্যগ্রহণ প্রায় পাঁচ ঘন্টা চলবে।
![]() |
২০২০ সালের শেষ সূর্যগ্রহণ(Last solar eclipse of 2020) |
তবে ভারত থেকেও এই গ্রহণের কিছু অংশ দেখা যাবে। এই বিষয়ে একটি ভিডিও খুব শীঘ্রই আসবে। তাই এবিষয়ে বিস্তারিত জানতে “মহাকাশচারনা”(mahakashcharona) চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন(PLease subscribe #mahakashcharona channel and press the bell icon for future updates)।
৩. বৃহস্পতি
ও শনি গ্রহের একত্রীকরণ(Great Conjunction of Jupiter and Saturn)
২১ ডিসেম্বর সন্ধ্যা
আপনারা
প্রায় সবাই জানেন যে, ২১ শে ডিসেম্বর রাত্রি সবথেকে বড়ো হয় অর্থাৎ ওই দিনটিতে বছরের
সবথেকে বড়ো রাত্রি। এই দিনটি প্রতি বছর আসে কিন্তু প্রতিবছর যেটা আসে না সেটা হল বৃহস্পতি
ও শনি গ্রহের একত্রীকরণ(jupiter and saturn conjunction), যা প্রায় ৩০০-৪০০ বছর ছাড়া পৃথিবী থেকে দেখা যায়।
দুটি আকাশের বস্তু যখন আকাশে একে অপরের নিকটবর্তী
হয়, তখন জ্যোতির্বিজ্ঞানীরা একে একত্রীকরণ(conjunction) বলে।বৃহস্পতি এবং শনি এতটাই
কাছাকাছি থাকবে যে, খালি চোখে দেখলে এদেরকে একটি উজ্জ্বল বস্তুরুপে দেখা যাবে।তাই দূরবীন
বা টেলিস্কোপ ব্যাবহার করলে ভালো ভাবে দেখা যাবে। এই সংমিশ্রণটি টেলিস্কোপ ব্যবহারের
জন্য মাসের সেরা মহাকাশীয় ঘটনা হবে।টেলিস্কোপ ব্যাবহার করলে একই সাথে বৃহস্পতির বিখ্যাত
রেড স্পট(red spot of jupiter) এবং শনির রিং(saturn ring) উভয়ই দেখতে পাওয়া যাবে।
![]() |
বৃহস্পতি ও শনি গ্রহের একত্রীকরণ(cosmic conjunction) |
এটি ২০০০ সালের পর বৃহস্পতি এবং শনির প্রথম সংমিশ্রণ।তবে ২১ শে ডিসেম্বর এই দুটি গ্রহ যতটা কাছে আসবে ২০০০ সালে ততটা কাছে আসেনি। এমনকি শেষ ১৬২৩ সালে এরকম কনজাংকশন দেখা গিয়েছিল। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন(Please comment and share)।যত বেশি কমেন্ট আসবে পরবর্তী পোস্ট লেখার আগ্রহ ততো বেশি বেড়ে যাবে।
৪. অবিরাম উল্কা
বৃষ্টি(Solstice Meteor Shower)
ডিসেম্বর ২১-২২
ডিসেম্বরে উত্তরাঞ্চলীয় গোলার্ধে আনুষ্ঠানিকভাবে
শীত শুরু হয় এবং শীতের প্রথম রাতে বৃহস্পতি এবং শনির দুর্দান্ত সংমিশ্রনের পরে মহাকাশপ্রেমীদের
জন্য বোনাস নিয়ে আসবে।আর ২১ ডিসেম্বর থেকে শুরু করে ২২ ডিসেম্বর পর্যন্ত উল্কা বৃষ্টি
হবে।
![]() |
উর্সিড উল্কাবৃষ্টি(Ursid meteor shower) |
২১ ডিসেম্বর রাতে উর্সিড উল্কা ঝরনা(Ursid meteor shower) শীর্ষে পৌঁছে
যাবে এবং রাতের দ্বিতীয়ার্ধে প্রতি ঘন্টায় ১০ টি করে
উল্কা পড়বে।
৫. পূর্ণ
"ঠান্ডা" চাঁদ(Full Cold Moon)
ডিসেম্বর ২৯-৩০
২০২০
এর শেষ পূর্ণিমায় বছরের চূড়ান্ত রাত্রি আলোতে পূর্ণ হবে, যা ডিসেম্বরের ফ্রিজিড রাতের
ভিত্তিতে একটি ডাকনাম দেওয়া হয়েছে।এটিকে কোল্ড মুন(cold moon) অর্থাৎ বাংলাতে ঠাণ্ডা চাঁদ বলা
হয়। ২৯ ডিসেম্বর, মঙ্গলবার সূর্যাস্তের পরে পূর্ণিমার চাঁদ উঠবে এবং বুধবার, ৩০ ডিসেম্বরেও
দেখা যাবে।
![]() |
পূর্ণ চাঁদ(full moon) |
সুতরাং
ডিসেম্বরের মহাজাগতিক ঘটনা উপভোগ করার জন্য মহাকাশপ্রেমীরা তৈরি থাকুন।
আরও বিস্তারিত জানতে নিম্নলিখিত ভিডিওটি দেখতে পারেন।
1 Comments
Interesting topic , Carrey on....
ReplyDeletePost a Comment