চাঁদ(Moon) হল পৃথিবীর একমাত্র উপগ্রহ। চাঁদের অনেক রহস্য রয়েছে। তাই চাঁদ নিয়ে মানুষের সবদিনই কৌতূহল ছিল। সেজন্য বিজ্ঞানীরা চাঁদের ওপর অনবরত গবেষণা চালিয়ে যাচ্ছে।সম্প্রতি নাসা চাঁদের মাটিতে জল খুঁজে পেয়েছে(NASA found water on moon surface)। এর আগেও চাঁদের মাটিতে জল পাওয়া গিয়েছে।ভারতের মহাকাশ সংস্থা(ISRO) তথা ইসরোর চন্দ্রযান-১(chandrayaan-1) মহাকাশযানও চাঁদে জলের উপস্থিতি প্রমান করেছিল।

তবে নাসার এই সন্ধান বিজ্ঞান মহলে উত্তেজনার সৃষ্টি করছে কেন? কিভাবে নাসা এই জলের সন্ধান পেল? ......................................................

নিম্নে সেই বিষয়েই বলা হবে। সুতরাং এই বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ তথ্যটি  পড়ার জন্য অনুরোধ করছি।সবশেষে আপনাদের মতামত কমেন্ট(comment) করে জানাবেন।

water on moon surface
চাঁদের দক্ষিণ গোলার্ধে জলের সন্ধান


আগে চাঁদের অন্ধকার জায়গায় জল পাওয়া গিয়েছিল। তবে নাসা(Nasa) চাঁদের দক্ষিণ গোলার্ধের(South pole of moon) ক্লেভিয়াস ক্রেটারে(Clavius crater) জলের সন্ধান পেয়েছে, যেখানে সূর্যের রশ্মি সোজাভাবে পড়ে। এই ক্রেটারটি চাঁদের বৃহত্তম ক্রেটার গুলোর একটি, যেটা পৃথিবী থেকেও দেখা যায়। নাসার তথ্যানুযায়ী, চাঁদের ১ কিউবিক মিটার মাটিতে ০.৩২৫ লিটার জল আছে, যা প্রায় ১২ আউন্স জলের বোতলের সমান। 

(FORCAST) অর্থাৎ Faint Object Infrared Camera for the SOFIA Telescopeথেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে এই ব্যাপারে নিশ্চিত করা হয়েছে।SOFIA টেলিস্কোপের পুরো অর্থ হল Stratosphere Observatory For Infrared Astronomy।এটি নাসা এবং জার্মান মহাকাশ সংস্থার একটি যৌথ প্রোজেক্ট।সোফিয়া প্রায় ৪৫০০০ ফুট উচ্চতায় বোয়িং ৭৪৭SP(747SP) জেট লাইনারের মধ্যে রয়েছে। এই টেলিস্কোপটির  ব্যাস ১০৬ ইঞ্চি।নাসার ওয়েবসাইটে এবিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।নিম্নে তার লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা চাইলে সেখান থেকে তথ্যটি পড়তে পারেন।২৬ অক্টোবর,২০২০ ন্যাচার অ্যাস্ট্রোনমি(Nature Astronomy) তে দুটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেই প্রতিবেদন অনুযায়ী, চাঁদে আগের থেকেও বেশি পরিমাণে জল থাকতে পারে।

চাঁদে জল খুঁজে পাওয়া বিজ্ঞানীদের কাছে একটি অত্যন্ত সুখবর। কারণ এর ফলে ভবিষ্যতে চাঁদে মহাকাশচারীদের অনেক সুবিধা হবে। এমনকি চাঁদে বাড়ি তৈরির ক্ষেত্রেও অনেক সুবিধা হবে।

নাসা ২০২৪ সালে চাঁদে আরটেমিস অভিযান(Artemis mission) পাঠাবে। এই মিশনে প্রথম কোনো মহিলাকে চাঁদে পাঠানো হবে। যদি আপনারা এই মিশন সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।  

Source(NASA)