চাঁদ(Moon) হল পৃথিবীর একমাত্র উপগ্রহ। চাঁদের অনেক রহস্য রয়েছে। তাই চাঁদ নিয়ে মানুষের সবদিনই কৌতূহল ছিল। সেজন্য বিজ্ঞানীরা চাঁদের ওপর অনবরত গবেষণা চালিয়ে যাচ্ছে।সম্প্রতি নাসা চাঁদের মাটিতে জল খুঁজে পেয়েছে(NASA found water on moon surface)। এর আগেও চাঁদের মাটিতে জল পাওয়া গিয়েছে।ভারতের মহাকাশ সংস্থা(ISRO) তথা ইসরোর চন্দ্রযান-১(chandrayaan-1) মহাকাশযানও চাঁদে জলের উপস্থিতি প্রমান করেছিল।
তবে নাসার এই সন্ধান বিজ্ঞান মহলে উত্তেজনার সৃষ্টি করছে কেন? কিভাবে নাসা এই জলের সন্ধান পেল? ......................................................
নিম্নে সেই বিষয়েই বলা হবে। সুতরাং এই বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ তথ্যটি পড়ার জন্য অনুরোধ করছি।সবশেষে আপনাদের মতামত কমেন্ট(comment) করে জানাবেন।
![]() |
চাঁদের দক্ষিণ গোলার্ধে জলের সন্ধান |
চাঁদে জল খুঁজে পাওয়া বিজ্ঞানীদের কাছে একটি অত্যন্ত
সুখবর। কারণ এর ফলে ভবিষ্যতে চাঁদে মহাকাশচারীদের অনেক সুবিধা হবে। এমনকি চাঁদে বাড়ি
তৈরির ক্ষেত্রেও অনেক সুবিধা হবে।
নাসা ২০২৪ সালে চাঁদে আরটেমিস অভিযান(Artemis mission) পাঠাবে। এই মিশনে প্রথম কোনো মহিলাকে চাঁদে পাঠানো হবে। যদি আপনারা এই মিশন সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
0 Comments
Post a Comment