সম্প্রতি নাসা একটি গ্রহাণুর খোঁজ পেয়েছে।এই গ্রহাণু নাকি মহামূল্যবান, কারণ এর মধ্যে অনেক মূল্যবান ধাতু রয়েছে।সেইজন্য এই গ্রহাণুর প্রতি নাসার কৌতূহল সৃষ্টি হয়েছে।তাই নাসা এই গ্রহাণুর উদ্দেশ্যে  মহাকাশযান পাঠানোর পরিকল্পনাও করেছে।

নাসা সম্প্রতি যে মহামূল্যবান গ্রহাণুটির খোঁজ পেয়েছে তার নাম হল “১৬ সাইকি”।এটি মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মাঝে অবস্থিত গ্রহাণু বেষ্টনীতে রয়েছে।গ্রহাণু বেষ্টনীতে যেসব ক্ষুদ্র গ্রহাণুগুলি রয়েছে, এটি তাদের মধ্যে একটি।এটি প্রায় ২২৬ কিমি চওড়া এবং ওজন চাঁদের এক শতাংশ।এই গ্রহাণু ৫ বছরে সূর্যকে একবার প্রদক্ষিণ করে।এর একদিন ৪.১৯৬ ঘণ্টার সমান।


এই গ্রহাণু মূলত লোহা,নিকেল,সিলিকা দিয়ে তৈরি, তবে এর মধ্যে আরও অন্যান্য ধাতু রয়েছে।এর মধ্যে যে পরিমাণ লোহা রয়েছে, তার দাম হতে পারে আনুমানিক ১০ হাজার কোয়াড্রিলিয়ন পাউন্ড সেইজন্য নাসা ২০২২ সালের আগস্ট মাসের মধ্যে এই গ্রহানুতে মহাকাশযান পাঠানোর পরিকল্পনা করেছে।এলন মাস্কও এই মিশনে নাসার সঙ্গে আছে।এই মহাকাশযানের নামও সাইকি রাখার কথা ভাবা হয়েছে।

(তবে স্পেস-এক্স যদি এই গ্রহানুতে মহাকাশযান পাঠায়, তাহলে ওই যানের পৃথিবীতে ফিরে আসতে প্রায় ৭ বছর সময় লাগতে পারে)।

নাসা জানিয়েছে যে, এখনও পর্যন্ত ওই গ্রহাণুর মধ্যে উপস্থিত মূল্যবান ধাতু পৃথিবীতে আনার কোন পরিকল্পনা নেই।শুধুমাত্র এর মধ্যে উপস্থিত ধাতুর যাচাই করার জন্যই নাসা মহাকাশযান পাঠাবে।