২০২০-র জুলাই মাসে নাসা মঙ্গল গ্রহে একটি রোভার(Mars 2020 rover) পাঠাবে।নাসার এই মিশনটি(Nasa Mars mission) খুবই গুরুত্বপূর্ণ।এখানে শুধুমাত্র মিশন এবং রোভারটির কথা বলা হল।
এই মিশন ২০২০-র জুলাই মাসে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে উৎক্ষেপণ করা হবে এবং ২০২১ সালের ফেব্রুয়ারী মাসে মঙ্গল গ্রহের মাটিতে অবতরণ করতে পারে।এই মিশনটি ৬৮৭ দিন অর্থাৎ এক মঙ্গলীয় বছর ধরে চলবে।
এই মিশনে একটি হেলিকপ্টার এবং একটি রোভারকে মঙ্গল গ্রহে পাঠানো হবে।হেলিকপ্টারটির মাধ্যমে মঙ্গল গ্রহের অনেক হাই রেসলুসন যুক্ত ছবি পাওয়া যাবে এবং রোভারটির মাধ্যমে লাল গ্রহে আগে কোন প্রাণ ছিল কিনা, তা জানার চেষ্টা করা হবে।এই গ্রহের মাটির স্যাম্পল সংগ্রহ করে তা টেস্ট করা হবে এবং এর মাধ্যমে জানার চেষ্টা করা হবে যে, লাল গ্রহে কোন মাইক্রো বায়োবিয়াল জীবের উপস্থিতি ছিল কিনা।
রোভারটি অনেকটা কিউরিসিটি রোভারের মতো হবে।এটি একটি গারির সাইজের হবে, যেটি লম্বায় ১০ ফুট, চওড়ায় ৯ ফুট এবং ৭ ফুট উঁচু হবে।আর এর ওজন হবে ২২৬০ পাউন্ডস(১০২৫ কেজি)।
(হেলিকপ্টারটির) সম্পর্কে জানতে চাইলে হেলিকপ্টার শব্দটির ওপর ক্লিক করুন)। 




পরে এই মিশনের টেকনোলজি গুলো সম্পর্কে বলা হবে।সেগুলো সম্পর্কে জানতে ইছুক হলে কমেন্ট করে জানাবেন।
ভিডিওটি লাইক,শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।