আজকে একটি নতুন এবং মজাদার ওয়েবসাইট এর কথা বলা হল।এটি একটি দারুন ওয়েবসাইট,যেটা না দেখলে মিস করবেন।এটি হল রাশিয়ার মহাকাশ সংস্থার(Russian Space Agency) ওয়েবসাইট।রাশিয়ার মহাকাশ সংস্থার সংক্ষিপ্ত নাম "রসকসমস"(Roscosmos)।সেই নাম অনুসারে এই ওয়েবসাইট এর নাম "রসকসমস" রাখা হয়েছে।রাশিয়া আজ পর্যন্ত মহাকাশে যে সমস্ত অভিযান করেছে,সেগুলো তাদের ওয়েবসাইটে অ্যানিমেশনের মাধ্যমে তুলে ধরেছে।এটি একটি নতুন এবং দারুন ভাবনা।

roscosmos,russian space agency

ROSCOSMOS

 এই ওয়েবসাইটটি খোলার পর "Let's go" লেখাটির ওপর ক্লিক করলে আপনাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে।তারপর একটি নতুন পেজ খুলে যাবে।এরপর আপনারা যদি ডেক্সটপ এ খোলেন তাহলে কীবোর্ড এর "অ্যারো" কী আর যদি ফোন এ দেখেন তাহলে আগে পরে নিয়ে গিয়ে দেখলে আজ পর্যন্ত রাশিয়া যেসব মহাকাশ অভিযান(roscosmos launch) পাঠিয়েছে সেগুলো সম্পর্কে পরিস্কার জানতে পারবেন।আপনারা ডেক্সটপ বা মোবাইল এর সাউন্ড বাড়িয়ে রাখলে তথ্যের সাথে সাথে একটি সুন্দর মিউজিক শুনতে পাবেন।এছাড়াও আপনারা এই ওয়েবসাইটটি স্ক্রল করে কিছুক্ষণ দেখলে আরও অনেক তথ্য পেয়ে যাবেন।আর রাশিয়ার ভবিষ্যৎ অভিযানগুলো (roscosmos missions) সম্পর্কেও জানতে পারবেন। 

                                

যদি আপনারা আগ্রহী হন তাহলে অবশ্যই এই ওয়েবসাইটে ভিসিট করুন।আর যারা অ্যানিমেশন ভালোবাসেন তারাও এই ওয়েবসাইটটি দেখতে পারেন।ওয়েবসাইটটি আমার দারুন লেগেছে।আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।নীচে দেওয়া লিঙ্ক থেকে আপনারা ওয়েবসাইটে যেতে পারেন।এছাড়া নিম্নলিখিত ভিডিওটি দেখতে আপনারা পরিস্কার বুঝতে পারবেন।আর অবশ্যই শেয়ার করবেন।