শুক্র গ্রহের অজানা তথ্য - Venus Planet Facts in bengali
শুক্র গ্রহ সম্পর্কে আমরা অনেকেই জানি।শুক্র গ্রহ আমাদের সৌরমণ্ডলের দ্বিতীয় গ্রহ।একে পৃথিবীর বোন গ্রহ বলা হয়,কারন পৃথিবী আর শুক্র গ্রহের মধ্যে অনেক মিল পাওয়া গেছে।এটি সৌরমণ্ডলের সবথেকে গরম গ্রহ।এই গ্রহের উস্নতা অনেক বেশি,প্রায় ৪৬২ ডিগ্রি সেন্টিগ্রেড। আপনি জানলে হয়তো অবাক হবেন, শুক্র গ্রহে একদিন এই গ্রহের একবছরের থেকেও বেশি। আসলে এই গ্রহ নিজের অক্ষের চারদিকে এতটাই ধীরে ঘোরে যে, এখানে ২৪৩ দিনে একদিন এবং ২২৫ দিনে একবছর হয়।অর্থাৎ পৃথিবীর ২৪৩ দিন শুক্র গ্রহে একদিনের সমান।
শুক্র গ্রহের কোন উপগ্রহ নেই।এই গ্রহের ব্যাসার্ধ ১২১০৪ কিলোমিটার এবং ঘনত্ব ৫.০৬।এই গ্রহের মুক্তিবেগ ৬.৫ মাইল/সেকেন্ড।শুক্র গ্রহের কোন চৌম্বক ক্ষেত্র নেই।এর ঘূর্ণন গতি অনেক ধীর এবং এই গ্রহ পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে,যেখানে বেশিরভাগ গ্রহ পুরব থেকে পশ্চিম দিকে ঘোরে।এর আর্নিক গতি পৃথিবীর ১১৬.৭৫ দিনের সমান।এই গ্রহের বায়ুমণ্ডলে প্রায় বেশিরভাগটাই কার্বন-ডাই-অক্সাইড(co2) গ্যাস রয়েছে।এখানে প্রায় ৯৬% কার্বন-ডাই-অক্সাইড(co2) গ্যাস রয়েছে।আর মাত্র ০.৪ ভাগ অক্সিজেন গ্যাস রয়েছে।এছাড়া কিছু পরিমাণ হাইড্রোজেন,নাইট্রোজেন,অ্যামোনিয়া এবং জলীয় বাষ্প রয়েছে।
আজ পর্যন্ত অনেকগুলো মিশন শুক্র গ্রহে পাঠানো হয়েছে।যাদের মধ্যে পায়ওনিয়ার,ভেনাস-১,ভেনেরা ১১-১৪ খুবই গুরুত্বপূর্ণ।এইসমস্ত মিশনের মাধ্যমে শুক্র গ্রহ সম্পর্কে অনেক তথ্য পাওয়া গেছে।এছাড়া শুক্র গ্রহের অনেক রঙ্গিং ছবি পাওয়া গাছে,যার থেকে বিজ্ঞানীরা এই গ্রহ সম্পর্কে আরও বিস্তারিত জানতে পেরেছেন।তবে বিজ্ঞানীদের ধারনা অনুযায়ী এই গ্রহে প্রানের কোন অস্তিত্ব নেই।আর ভবিষ্যতেও প্রানের কোন সম্ভাবনা নেই বলেই বিজ্ঞানীরা মনে করেন।কয়েক বছরের মধ্যে ইসরো শুক্র গ্রহে একটি অভিযান পাঠানোর পরিকল্পনা করছে।এটি হবে ভারতের প্রথম শুক্র মিশন।তাই এই মিশনের নাম দেওয়া হবে শুক্রযান-১।শুক্রযান সম্পর্কে পরবর্তীকালে বিস্তারিতভাবে বলা হবে।আজকের ভিডিওতে শুক্র গ্রহের কিছু অজানা তথ্যের কথা বলা হল।ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন।আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
"মহাকাশচারনা" ফেসবুক পেজে প্রতিদিন মহাকাশ সম্পর্কিত বিভিন্ন রহস্যময় ও সাম্প্রতিক তথ্য ও ঘটনা পোস্ট দেখতে পাবেন। তাই মহাকাশের রহস্যগুলো সম্পর্কে জানতে "মহাকাশচারনা" ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে সঙ্গে থাকুন ।
ফেসবুক পেজের লিংক 👉 ➡️ Facebook Page
মহাকাশের রহস্যময় ও সাম্প্রতিক তথ্য এবং ঘটনাগুলো সম্পর্কিত প্রতিনিয়ত ভিডিও দেখার জন্য "মহাকাশচারনা" ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
ইউটিউব চ্যানেল লিঙ্ক 👉 ➡️ YouTube
0 Comments
Post a Comment