বেনু হলো অ্যাপোলো গ্রুপের একটি গ্রহাণু।নাসার লিনিয়ার প্রজেক্টের মাধ্যমে এটি আবিষ্কৃত হয়।এই গ্রহাণু আবিষ্কৃত হয়েছিল ১৯৯৯ সালের ১১ সেপ্টেম্বর।বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ১০১৫৯৯ বেনু।এর ব্যাসার্ধ ২৬২.৫ মিটার এবং ভর ৭৮ লক্ষ কেজি।বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী বেনু আইফেল টাওয়ারের থেকেও বড়ো।আর এটি প্রায় পাঁচটা ফুটবল ময়দানের থেকেও বেশি চওড়া।এই গ্রহাণু ১৯৯৯ সালে আবিষ্কৃত হলেও প্রাচীন মিশরীয় সভ্যতায় এবং গ্রীক পুরানে এর উল্লেখ আছে।

Bennu Asteroid,101599 bennu,bennu,asteroid,grohanu ছবিঃ বেনু গ্রহাণু

বেনু গ্রহাণু নিয়ে চর্চার কারণ ঃ

মহাকাশে অনেক গ্রহাণু রয়েছে।কিন্তু বর্তমানে বেনু গ্রহানু নিয়ে অনেক চর্চা চলছে।কারন বিজ্ঞানীদের মতে, বেনু ২১৭৫ থেকে ২১৯৬ সালের মধ্যে  পৃথিবীতে(Earth) আঘাত হানতে পারে।পৃথিবীর সাথে এর সংঘর্ষ  হলে সম্ভাব্য প্রতিক্রিয়া হবে প্রায় ১২০০ মেগা টনের কাছাকাছি, যা  জাপানের পরমাণু বিস্ফোরণের থেকেও বেশি।সেইজন্য নাসার বিজ্ঞানীরা একটি প্রোজেক্টের ওপর কাজ করছে অর্থাৎ এককথায় এর থেকে পৃথিবীকে বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বেনু গ্রহানু সমন্ধে আরও কিছু জানার থাকলে নীচে কমেন্ট করতে পারেন।

১০১৫৯৯ বেনু  

মহাকাশের সবকিছু পাবেন এখানে ➡ www.amazon.in/shop/influencer-b8490df8


মহাকাশচারনা(Mahakashcharona)