আজকে মার্চ মাসের মহাজাগতিক ঘটনাগুলো সম্পর্কে বলব। পূর্ণিমা আর অমাবস্যা তো প্রত্যেক মাসেই হয় তাই এবিষয়ে আর আলাদা করে কিছু বলছি না। এখানে শুধুমাত্র গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর কথাই বলব। 

তো চলুন জেনে নেওয়া যাক,

৬ এবং ৭ ই মে অ্যাকুয়ারিডস উল্কা বৃষ্টি হবে। তবে এই উল্কাপাত শুধুমাত্র সাউথারন হেমিস্ফিয়ার অর্থাৎ দক্ষিণ গোলার্ধ থেকে দেখা যাবে। মানে ব্রাজিল, আর্জেন্টিনা, কলম্বিয়া, দক্ষিণ আফ্রিকা ইত্যাদি দেশ থেকে।

এরপর ৯ ই মে পৃথিবী থেকে বুধ গ্রহকে খুব স্পষ্ট দেখা যাবে। বুধ গ্রহকে পৃথিবী থেকে খালি চোখে দেখার এটাই হল সেরা সময়। তাই মিস করনবেন না। তবে আপনার কাছে একটি টেলিস্কোপ থাকলে আপনি আরও ভালো দেখতে পাবেন।