এইমাসে অর্থাৎ এপ্রিলে এইবছরের
প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে। আমরা জানি যে, সাধারণত অমাবস্যাতে সূর্যগ্রহণ হয়। প্রতিবছর
সাধারণত দুটি সূর্যগ্রহণ হয়। আর এইবছরেও একই অর্থাৎ দুটি সূর্যগ্রহণ দেখা যাবে। যার
মধ্যে প্রথমটি এই মাসেই ঘটবে। এই গ্রহণ কবে, কখন, কোথা থেকে দেখা যাবে অর্থাৎ ভারত
ও বাংলাদেশ থেকে দেখা যাবে কিনা আজকে সেইসব বিষয়েই বিস্তারিত বলব। তো চলুন জেনে
নেওয়া যাক,
এইবছরের প্রথম সূর্যগ্রহণ ৮ ই এপ্রিল সোমবার দেখা যাবে। এটি একটি টোটাল সোলার ইক্লিপ্স অর্থাৎ সম্পূর্ণ সূর্যগ্রহণ হবে। অর্থাৎ পৃথিবী ও সূর্যের মাঝে চাঁদ চলে আসবে, এবং এরা একই সরলরেখায় থাকবে। এরফলে সূর্য চাঁদের পেছনে ঢাকা পড়বে এবং সূর্যের আলো পৃথিবীতে আসতে বাধা পাবে। তাই ওইসময় দিনের বেলাতেও অন্ধকার হয়ে যাবে। এইধরনের সূর্যগ্রহণ ২০১৭ সালে ঘটেছিল এবং আবার ২০৩১ সালে ঘটার সম্ভাবনা আছে। গ্রহণটি উত্তর আমেরিকা, পশ্চিম ইউরোপ, দক্ষিণ আমেরিকার কিছু অঞ্চল এবং প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরীয় অঞ্চল থেকে দৃশ্যমান হবে। গ্রহণটি ভারতীয় সময় রাত্রি ৯ টা ১২ থেকে রাত্রি ১ টা ২৫ পর্যন্ত চলবে। যখন এই গ্রহণ চলবে, তখন ভারত ও বাংলাদেশে রাত থাকবে। তাই দুঃখের বিষয় এই যে, ভারত ও বাংলাদেশ থেকে এই গ্রহণ দেখতে পাওয়ার সম্ভাবনা নেই। তবে আপনি নিরাশ হবেন না। এইবছর আরও ৩ টি গ্রহণ দেখা যাবে।
0 Comments
Post a Comment