আজকে এপ্রিল মাসের বিরল মহাজাগতিক ঘটনাগুলো সম্পর্কে বলব। ৮ তারিখ অমাবস্যা এবং ২৩ তারিখ পূর্ণিমা হবে। এইধরনের আরও কিছু ঘটনা আছে, তবে এখানে শুধুমাত্র গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর কথাই বলব। আর এইসমস্ত ঘটনার মধ্যে ২১ তারিখের ঘটনাটি সবথেকে গুরুত্বপূর্ণ, যা আবার ৭১ বছর পর দেখা যাবে। তো চলুন জেনে নেওয়া যাক,

6 ই এপ্রিল মঙ্গল ও শনি গ্রহ চাঁদের কাছাকাছি আসবে। এরপর ৮ ই এপ্রিল বছরের প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে। এটি সম্পূর্ণ সূর্যগ্রহণ হবে। এই গ্রহণ কখন, কোথা থেকে দেখা যাবে, সেবিষয়ে বিস্তারিত একটি ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। ২০ তারিখ বুধ, শুক্র, মঙ্গল, শনি ও নেপচুন গ্রহ প্রায় একই সরলরেখায় আসবে। এরপর ২২ তারিখ লিরিডস উল্কা ঝর্না হবে। তার আগে ২১ তারিখ 12P পন্স-ব্রুক্স নামক ধূমকেতুকে রাতের আকাশে দেখা যাবে, যা শেষবার ১৯৫৪ সালে দেখা গিয়েছিল এবং আবার প্রায় ৭১ বছর পর অর্থাৎ ২০৯৫ সালে দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই সুযোগ মিস করবেন না।