৮ এবং ৯ অক্টোবর ড্রাকোনিড মেটেওর সাওয়ার অর্থাৎ উল্কা বৃষ্টি হবে। ১৯০০ সালে প্রথম এই উল্কা বৃষ্টি আবিষ্কার করা হয়েছিল। আকাশ পরিস্কার থাকেলে পাহাড়ি এলাকা থেকে এই মহাজাগতিক দৃশ্য দেখা যেতে পারে।
১৪
ই অক্টোবর অ্যানুলার সোলার ইক্লিপ্স অর্থাৎ বৃত্তাকার সূর্যগ্রহণ দেখা
যাবে। ওইদিন সূর্যকে একটি বৃত্তাকার রিং এর মত দেখাবে।
এইমাসের
২০ ও ২১ তারিখে ওরিওনিডস উল্কা ঝর্না দেখা যাবে। এতে
ঘণ্টায় প্রায় ২০ টি করে উল্কা পতিত হতে পারে।
মহাকাশচারনা" ফেসবুক পেজে প্রতিদিন মহাকাশ সম্পর্কিত বিভিন্ন রহস্যময় ও সাম্প্রতিক তথ্য ও ঘটনা পোস্ট দেখতে পাবেন। তাই মহাকাশের রহস্যগুলো সম্পর্কে জানতে "মহাকাশচারনা" ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে সঙ্গে থাকুন ।
এরপর ২৮ শে অক্টোবর, পূর্ণিমা হবে। ওইদিন চাঁদকে সাধারণ দিনের তুলনায় খুবই আকর্ষণীয় দেখাবে। এই চাঁদকে হান্টার মুন বলা হয়। এছাড়া একে ট্রাভেল মুন বা ব্লাড মুনও বলা হয়ে থাকে।
ওই
একই দিনে আরও একটি আকর্ষণীয় ঘটনা ঘটবে, সেটা হল বছরের শেষ চন্দ্রগ্রহণ।
এটি একটি আংশিক চন্দ্রগ্রহণ হবে।
0 Comments
Post a Comment