আজকে মহাকাশের কিছু দারুন ফটোর ব্যাপারে বলা হল, যেগুলো এই সপ্তাহেই তোলা হয়েছে। প্রত্যেকটি ছবিই দারুন, তবে শেষের ছবিটি অত্যন্ত আকর্ষণীয়।

Space Photos Of This Week

নাম্বার ১ – দি হারভেষ্ট মুন

১০ ই সেপ্টেম্বর পর্তুগালের একজন স্থানীয় ফটোগ্রাফার সেন্ট্রাল পর্তুগালের তেরেনা দুর্গ থেকে এই ছবি তুলেছিল।

নাম্বার ২ - উজ্জ্বল ছায়াপথ

নাসার হাবল স্পেস টেলিস্কোপ সম্প্রতি একটি গ্যালাক্সির ছবি তুলেছে।যা প্রায় ১৮০ মিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত। এর নাম এন জি সি ১৯৬১(NGC 1961)।

নাম্বার ৩ – সুপারনোভা

নাসার চন্দ্র এক্স-রে অবসারভেটরির সাহায্যে একটি সাদা বামন তারার ছবি তোলা হয়েছে। নাসার মতে, এই তারা যেকোন সময় ধ্বংস হয়ে যেতে পারে এবং একটি সুপারনোভার সৃষ্টি হতে পারে।

মহাকাশের রহস্যময় ও সাম্প্রতিক তথ্য এবং ঘটনাগুলো সম্পর্কিত প্রতিনিয়ত ভিডিও দেখার জন্য "মহাকাশচারনা" ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 

ইউটিউব চ্যানেল লিঙ্ক 👉 ➡️ YouTube

নাম্বার ৪ – মহাকাশ থেকে দাবানলের ধোঁয়া

গত ১০ই সেপ্টেম্বর নাসার টেরা স্যাটেলাইট আমেরিকার উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি দাবানলের ছবি তুলেছিল। যার ধোঁয়া মহাকাশ থেকেও স্পষ্ট দেখা যাছে।

নাম্বার ৫ – দুটি গ্যালাক্সির ওভারল্যাপ

কিছুদিন আগে হাবল স্পেস টেলিস্কোপ দুটি সর্পিল ছায়াপথ অর্থাৎ গ্যালাক্সির ছবি তুলেছিল। ছবিটি দেখে মনে হছে এরা দুজন একে অপরের ওপর চলে আসছে অর্থাৎ ওভারল্যাপ করছে।

নাম্বার ৬ – লবস্টার নেবুলা

একটি মহাকাশীয় সংস্থা নইরল্যাব(NOIRab) সম্প্রতি একটি নেবুলার ছবি প্রকাশ করেছে। এই নেবুলা প্রায় ৮০০০ আলোকবর্ষ দূরে অবস্থিত।

"মহাকাশচারনা" ফেসবুক পেজে প্রতিদিন মহাকাশ সম্পর্কিত বিভিন্ন রহস্যময় ও সাম্প্রতিক তথ্য ও ঘটনা পোস্ট দেখতে পাবেন।                                                                                     তাই মহাকাশের রহস্যগুলো সম্পর্কে জানতে "মহাকাশচারনা" ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে সঙ্গে থাকুন ।

ফেসবুক পেজের লিংক 👉 ➡️ Facebook Page

নাম্বার ৭ – স্প্যানিশ স্টোনহেঞ্জ

এক পর্তুগিজ অ্যাস্ত্রফটোগ্রাফার এক প্রাচীন ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ থেকে অত্যন্ত আকর্ষণীয় একটি ছবি তুলেছে। এই ছবিতে একই ফ্রেমে স্প্যানিশ স্টোনহেঞ্জ ও মিল্কিওয়ে গ্যালাক্সি একইসাথে রয়েছে। ছবিটি সত্যিই অসাধারণ। 

ওই ছবিটি দেখতে চাইলে নিম্নলিখিত ভিডিওটি দেখুন ↴