নাসার পরবর্তী ৫ টি গুরুত্বপূর্ণ মিশন – 5 important Missions of NASA - নাসার নতুন খবর
আমরা সবাই আমেরিকার মহাকাশ সংস্থা
ন্যাশনাল অ্যারোনটিক্স এন্ড স্পেস এডমিনিস্ট্রেশন অর্থাৎ নাসা সম্পর্কে কিছুটা হলেও
জানি। নাসার তথ্যানুযায়ী, ২০২২ সালে এর বাজেট ছিল প্রায় ২৪ বিলিয়ন ডলার। যা ২০২৩ সালে
৩২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। বাজেট এবং অসম্ভব ও দুঃসাহসিক মিশনগুলোর জন্যই নাসা বিশ্বের
১ নং মহাকাশ সংস্থা। এই সংস্থা প্রতিবছর অনেক মিশনের পরিকল্পনা করে(যার মধ্যে কিছু
ব্যর্থ হলেও বেশিরভাগই সফল হয়)।
আজকে নাসার পরবর্তী কয়েকটি গুরুত্বপূর্ণ মিশনের ব্যাপারে বলা হল। তো চলুন জেনে নেওয়া যাক,
নাম্বার
১,
এই লিস্টের প্রথমে যে মিশনটি আসে, সেটা হল নাসার
অ্যাস্টেরয়েড স্যাম্পল রিটার্ন মিশন। ২০২১ সালের ১০ ই মে নাসা বেনু গ্রহাণুতে অসিরিস-রেক্স
নামে একটি মহাকাশযান পাঠিয়েছিল। এই মিশনের উদ্দেশ্য ছিল, বেনু গ্রহাণু থেকে স্যাম্পেল
সংগ্রহ করা। বৈজ্ঞানিক তথ্যানুযায়ী, ভবিষ্যতে বেনু গ্রহাণু পৃথিবীকে ধাক্কা মারতে পারে।
তাই বিজ্ঞানীরা এই গ্রহাণু সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্যই বেনু থেকে স্যাম্পেল
সংগ্রহ করছে। নাসার মতে, এইবছর অর্থাৎ ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে অসিরিস-রেক্স বেনুর
স্যাম্পেল নিয়ে পৃথিবীতে ফিরে আসবে।
নাম্বার
২, সাইকি মিশন। আমি সাইকি বলেছি সাইকো নয়। গুলিয়ে ফেলবেন না যেন।
সরি মজা করছিলাম। এই মিশন অনুযায়ী, সাইকি
নামের একটি গ্রহাণুতে একটি স্যাটেলাইট পাঠানো হবে। এই স্যাটেলাইটের নাম সাইকি রাখা
হয়েছে। এই মিশনে স্পেস-এক্সও নাসার সাথে সহযোগিতা করবে। ২০২৩ সালের অক্টোবর মাসে এই
মিশন লঞ্চ করা হবে। নাসার তথ্যানুযায়ী, সাইকি নামক গ্রহাণুতে অনেক মূল্যবান ধাতু আছে।
আর সেইজন্যই নাসা এই গ্রহাণুতে মহাকাশযান পাঠানোর পরিকল্পনা করেছে।
নাম্বার
৩,
নিসার মিশন। এটি নাসা ও ইসরোর একটি যৌথ
মিশন, যা দুই মহাকাশ সংস্থার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই মিশনে একটি আর্থ অবসারভেটরি
স্যাটেলাইটকে মহাকাশে পাঠানো হবে। ২০২৪ সালের জানুয়ারী মাসে এই মিশন লঞ্চ করা হবে।
নাম্বার
৪,
আরটেমিস মিশন। এই মিশনের কথা আপনি নিশ্চয়
শুনেছেন। এতে ৪ জন মহাকাশচারীকে চাঁদে পাঠানো হবে, যার মধ্যে একজন মহিলাও থাকবে। নাসার
মতে, ২০২৪ সালের শেষের দিকে অথবা ২০২৫ সালের প্রথমদিকে এই মিশন লঞ্চ হতে পারে।
"মহাকাশচারনা" ফেসবুক পেজে প্রতিদিন মহাকাশ সম্পর্কিত বিভিন্ন রহস্যময় ও সাম্প্রতিক তথ্য ও ঘটনা পোস্ট দেখতে পাবেন। তাই মহাকাশের রহস্যগুলো সম্পর্কে জানতে "মহাকাশচারনা" ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে সঙ্গে থাকুন ।
নাম্বার ৫, ক্লিপার মিশন। নাসার মতে বৃহস্পতির উপগ্রহ ইউরোপাতে জল থাকতে পারে। সেই উদ্দেশ্যেই নাসা ২০২৪ সালের অক্টোবর মাসে ইউরোপাতে একটি স্যাটেলাইট পাঠাবে। যার প্রধান উদ্দেশ্য হবে ইউরোপাতে জলের সন্ধান করা।
তো এই ছিল ভবিষ্যতে নাসার কয়েকটি গুরুত্বপূর্ণ মিশন।
0 Comments
Post a Comment