মহাবিশ্বের আগের ধাপকে কি বলে – How the Universe is Formed 

·        মহাবিশ্ব কীভাবে গঠিত হয়েছে?

·        মহাবিশ্ব কি দিয়ে গঠিত?

·        মহাবিশ্বের আগের ধাপকে কি বলে? 


আমরা সবাই জানি যে, অনেকগুলো জেলা নিয়ে তৈরি হয় রাজ্য এবং অনেকগুলো রাজ্য নিয়ে তৈরি হয় দেশ। আর সমস্ত দেশ নিয়ে হল পৃথিবী। আবার কিছু গ্রহ ও নক্ষত্রদের নিয়ে তৈরি হয় সৌরজগৎ। কিন্তু আপনি কি জানেন, মহাবিশ্বের আগের ও পরের ধাপকে কি বলে। যদি জেনে থাকেন তাহলে সেটা কমেন্ট করে জানান আর না জেনে থাকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমিই বলে দিছি। তো চলুন জেনে নেওয়া যাক,

Earth to Universe

অনেকগুলো সৌরজগৎ নিয়ে তৈরি হয় গ্যালাক্সি বা ছায়াপথ। যেমন, আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি অর্থাৎ আকাশগঙ্গা ছায়াপথ। অনেকগুলো গ্যালাক্সি নিয়ে তৈরি হয় লোকাল গ্রুপ, যেমন এম ৩১(M 31). এই লোকাল গ্রুপের মধ্যেই আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি রয়েছে। অনেকগুলো লোকাল গ্রুপ নিয়ে তৈরি হয় ভারগো সুপারক্লাস্টার এবং সমস্ত সুপারক্লাস্টার নিয়ে তৈরি হয় অবসারভেবল ইউনিভার্স অর্থাৎ দৃশ্যমান মহাবিশ্ব। বিজ্ঞানীদের মতে, এইধরনের আরও অনেক মহাবিশ্ব থাকতে পারে, যাদেরকে একসাথে প্যারালাল ইউনিভার্স বা সমান্তরাল মহাবিশ্ব আখ্যা দেওয়া হয়েছে। এদেরকে সহজ ভাষায় মালটিভারস বা মহাব্রহ্মাণ্ড বলা হয়।  

 "মহাকাশচারনা" ফেসবুক পেজে প্রতিদিন মহাকাশ সম্পর্কিত বিভিন্ন রহস্যময় ও সাম্প্রতিক তথ্য ও ঘটনা পোস্ট দেখতে পাবেন।                                                                                     তাই মহাকাশের রহস্যগুলো সম্পর্কে জানতে "মহাকাশচারনা" ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে সঙ্গে থাকুন ।

ফেসবুক পেজের লিংক 👉 ➡️ Facebook Page

মহাকাশের রহস্যময় ও সাম্প্রতিক তথ্য এবং ঘটনাগুলো সম্পর্কিত প্রতিনিয়ত ভিডিও দেখার জন্য "মহাকাশচারনা" ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 

ইউটিউব চ্যানেল লিঙ্ক 👉 ➡️ YouTube