বিরল মহাজাগতিক ঘটনা – খালি চোখেই দেখা যাবে | Rere Cosmic Events March 2023
·
২৮ তারিখ
কি ঘটনা ঘটবে?
·
মার্চ
মাসে কি মহাজাগতিক ঘটনা দেখা যাবে?
· মার্চ মাসে কোন কোন গ্রহের সংযোজন দেখা যাবে?
এইমাসের শেষে অত্যন্ত আকর্ষণীয় একটি মহাজাগতিক ঘটনা ঘটবে। ওর এটা পৃথিবী থেকে খালি চোখেই দেখা যাবে। যারা রাতের আকাশ ভালবাসেন এবং মহাকাশপ্রেমি তাদের জন্য এটা অত্যন্ত সুখবর।
২৮ শে মার্চ ৫ টি গ্রহের সংযোজন অর্থাৎ রাতের আকাশে ৫ টি গ্রহকে একসাথে দেখা যাবে। এই ৫ টি গ্রহ এক সরলরেখায় না আসলেও, আকাশে এরা একাসাথে একটি বক্ররেখার আকৃতি সৃষ্টি করবে। হিন্দুস্থান টাইমসের খবর অনুযায়ী, বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও ইউরেনাস এই ৫ টি গ্রহকে ২৮ শে মার্চ অর্থাৎ মঙ্গলবার পৃথিবী থেকে খালি চোখে দেখা যাবে। এই তথ্যানুযায়ী, ৫ টি গ্রহের মধ্যে শুক্র গ্রহকে সবথেকে উজ্জ্বল দেখাবে। এটাই স্বাভাবিক, কারণ শুক্র গ্রহকে আমরা প্রায় প্রতিদিনই দেখতে পাই। তারপর বৃহস্পতি গ্রহকে তুলনামুলকভাবে উজ্জ্বল দেখাবে। মঙ্গল ও বুধ গ্রহকে ততটা উজ্জ্বল না দেখালেও খালি চোখে বোঝা যাবে। তবে ইউরেনাস গ্রহকে চিহ্নিত করা হয়তো একটু কঠিন হবে। রিপোর্ট অনুযায়ী, মঙ্গল গ্রহকে সবথেকে ওপরে দেখা যাবে। শুক্র গ্রহকে বুধ ও বৃহস্পতি গ্রহের ওপরে বাঁদিকে দেখা যাবে। আর ইউরেনাস গ্রহকে শুকতারার আশেপাশেই দেখা যাবে। এই প্রসঙ্গে বলে রাখি, শুক্র গ্রহকেই শুকতারা বলা হয়। তো আপনি এই দুর্দান্ত মহাজাগতিক ঘটনা দেখার জন্যও প্রস্তুত তো, সেটা কমেন্ট করে জানান।
"মহাকাশচারনা" ফেসবুক পেজে প্রতিদিন মহাকাশ সম্পর্কিত বিভিন্ন রহস্যময় ও সাম্প্রতিক তথ্য ও ঘটনা পোস্ট দেখতে পাবেন। তাই মহাকাশের রহস্যগুলো সম্পর্কে জানতে "মহাকাশচারনা" ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে সঙ্গে থাকুন ।
0 Comments
Post a Comment