সূর্যের আসল রং কি – What is the original color of Sun - Sun color from space


·       সূর্যের আসল রং কি?

·       মহাকাশ থেকে সূর্যকে কেমন দেখায়?

    সূর্য সম্পর্কিত অজানা তথ্য... 


আপনাকে যদি সূর্যের রঙ জিজ্ঞেস করা হয়, তাহলে আপনি লাল, কমলা কিংবা সোনালি বলবেন।ছেলেবেলায় ছবি আঁকার সময় এমনই নানান রং ব্যবহার করা হয় সূর্য আঁকার সময় তবে বিজ্ঞানীরা কিন্তু বলছেন এর কোনওটিই সূর্যের আসল রং নয়। বিশেষজ্ঞরা বলছেন, সূর্যের আসল রং ধবধবে সাদালেটেস্ট ইন স্পেসনামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে সম্প্রতি এই বিষয়ে একটি টুইট করা হয় মহাকাশচারী স্কট কেলি সেটি রিটুইট করে জানিয়েছেন, বিষয়টি সত্যি মহাকাশ থেকে সূর্যের যে রূপ দেখা যায় তাতে কোনও রং থাকে না

Sun color from space


"মহাকাশচারনা" ফেসবুক পেজে প্রতিদিন মহাকাশ সম্পর্কিত বিভিন্ন রহস্যময় ও সাম্প্রতিক তথ্য ও ঘটনা পোস্ট দেখতে পাবেন। তাই মহাকাশের রহস্যগুলো সম্পর্কে জানতে "মহাকাশচারনা" ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে সঙ্গে থাকুন ।

ফেসবুক পেজের লিংক 👉 ➡️ Facebook Page


তা হলে কেন সূর্যকে দিনের বিভিন্ন সময়ে এমন ভিন্ন ভিন্ন রঙে দেখা যায়?

তারও উত্তর আছে বিজ্ঞানীদের কাছে আসলে সাদা রঙের ভিতরে সাতটি রং থাকে, বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা লাল, যাদের এককথায় বেনীআসহকলা বলা হয় সব ধরনের রঙের আলোকরশ্মির তরঙ্গদৈর্ঘ্য ও কম্পাঙ্ক আলাদা ফলে রশ্মিগুলি যখন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন তাদের যে প্রতিসরণ হয়, তার মানও আলাদা যে বর্ণের রশ্মির তরঙ্গদৈর্ঘ্য কম তার বিক্ষেপ বেশি। হলুদ, কমলা, লালের মতো রশ্মিগুলির বিক্ষেপ বেশি। তাই আমরা এই রশ্মিগুলোকেই বেশি দেখতে পাই তাই সূর্যকে সেই রঙের মনে হয় মহাকাশে বায়ুমণ্ডল না থাকায় সব রশ্মি একত্রে দেখা যায় অর্থাৎ সাদা দেখায় তাই মহাকাশ থেকে সূর্যকে সাদা দেখায়


মহাকাশের রহস্যময় ও সাম্প্রতিক তথ্য এবং ঘটনাগুলো সম্পর্কিত প্রতিনিয়ত ভিডিও দেখার জন্য "মহাকাশচারনা" ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 

ইউটিউব চ্যানেল লিঙ্ক 👉 ➡️ YouTube