বছরে একবারই ঘটে – দুর্লভ মহাজাগতিক ঘটনা - Cosmic Events of September 2022

প্রত্যেক মাসেই কিছু না কিছু দুর্লভ মহাজাগতিক ঘটনা ঘটে থাকে মহাকাশচারনা প্রতিনিয়ত সেগুলোর আপডেট দিয়ে থাকে। তাই আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন।

এইবছর জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দারুন দারুন মহাজাগতিক ঘটনা ঘটেছে এবং অনেকেই হয়তো সেগুলো দেখতে সফল হয়েছে।

তবে আপনি যদি এই ঘটনাগুলো মিস করে থাকেনতাহলে চিন্তা করবেন নাএই মাসে অর্থাৎ সেপ্টেম্বরেও দুর্দান্ত কিছু মহাজাগতিক ঘটনা দেখা যাবে সেগুলো কি কি, এবং কবে কখন কোথা থেকে দেখা যাবে, আজকে সেই বিষয়েই বিস্তারিত বলা হল। 

Cosmic Events of September 2022

১৬ সেপ্টেম্বর - 

নীল দৈত্যাকার গ্রহ অর্থাৎ নেপচুন গ্রহ পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী হবে এবং সূর্য দ্বারা সম্পূর্ণরূপে আলোকিত হবে এটি বছরের অন্য যেকোনো সময়ের চেয়ে উজ্জ্বল হবে এবং সারা রাত ধরে দৃশ্যমান হব নেপচুন দেখার এবং ছবি তোলার এটাই সেরা সময়

এরপর ২৩ সেপ্টেম্বর – 

দিনটি হল সেপ্টেম্বর বিষুব সূর্য সরাসরি নিরক্ষরেখায় আলোকিত হবে এবং সারা বিশ্বে প্রায় দিন  রাত সমান থাকবে

২৬ সেপ্টেম্বর –

বৃহস্পতি গ্রহ পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী হবে এটি বছরের অন্য যেকোনো সময়ের চেয়ে উজ্জ্বল হবে এবং সারা রাত ধরে দৃশ্যমান হবে এটি বৃহস্পতি এবং এর চাঁদ দেখার এবং ছবি তোলার সেরা সময় একটি মাঝারি আকারের টেলিস্কোপ আপনাকে বৃহস্পতির ক্লাউড ব্যান্ডের কিছু বিবরণ দেখাতে সক্ষম হবে। একটি ভালো দূরবীন আপনাকে বৃহস্পতির চারটি বৃহত্তম চাঁদ দেখতে সাহায্য করবে।

আপনার কাছে কি টেলিস্কোপ বা দূরবিন আছে? 

না থাকলে মহাকাশচারনা স্টোর থেকে কিনতে পারেন।