মহাকাশের খবর ৪ | Space News 4 – Two Types of UFO 


এই সপ্তাহে মহাকাশের কিছু দারুন তথ্য প্রকাশিত হয়েছে এবং একটি ঘটনা ঘটেছে, যা বিজ্ঞানীদেরও অবাক করে দিয়েছে। নিম্নে এইসব বিষয়েই আলোচনা করা হল। 

Space News 4

নম্বর ১– 

সম্প্রতি নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ নেপচুন গ্রহের একটি রঙিন ছবি তুলেছে, যেখানে নেপচুনের বরফযুক্ত বলয়ের সাথে এর কয়েকটি উপগ্রহকেও স্পষ্ট দেখা গিয়েছে। নেপচুনের মোট ১৪ টি উপগ্রহ আছে। তার মধ্যে জেমস ওয়েব টেলিস্কোপ ৬ টির ছবি তুলেছে, সেগুলোর নাম হল, গালাটিয়া, নাইয়াদ, থালাসা, ডেস্পিনা, প্রোটিয়াস, লারিসা।

নম্বর ২–

২৬ সে সেপ্টেম্বর অর্থাৎ সোমবার বৃহস্পতি গ্রহ পৃথিবীর খুব কাছে আসবে। সাধারণত পৃথিবী থেকে বৃহস্পতি গ্রহের দূরত্ব প্রায় ৫৯১ মিলিয়ন কিমি। কিন্তু এইবছর এই গ্রহ পৃথিবীর এতটা কাছে আসবে যে পৃথিবী এবং এর মধ্যে দূরত্ব হবে প্রায় ৩৬৭ মিলিয়ন কিমি, যা ৫৯ বছর আগে অর্থাৎ ১৯৬৩ সালে ঘটেছিল এবং আবার এইবছর ঘটবে। একটি মাঝারি আকারের টেলিস্কোপের সাহায্যে আপনি বৃহস্পতি গ্রহকে ভালোভাবে দেখতে পাবেন। আর আপনি যদি টেলিস্কোপ বা মহাকাশ সম্পর্কিত বই কিনতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে মহাকাশচারনা স্টোরে ভিসিট করুন।

"মহাকাশচারনা" ফেসবুক পেজে প্রতিদিন মহাকাশ সম্পর্কিত বিভিন্ন রহস্যময় ও সাম্প্রতিক তথ্য ও ঘটনা পোস্ট দেখতে পাবেন।                                                                                     তাই মহাকাশের রহস্যগুলো সম্পর্কে জানতে "মহাকাশচারনা" ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে সঙ্গে থাকুন ।

ফেসবুক পেজের লিংক 👉 ➡️ Facebook Page

নম্বর ৩– 

সম্প্রতি নাসার ওয়েবসাইটে ইউরোপার একটি ছবি প্রকাশ করা হয়েছে হয়েছে, যা জুনো মহাকাশযানের সাহায্যে তোলা হয়েছে। এই মহাকাশযান ২৯ শে সেপ্টেম্বর ইউরোপার সবথেকে কাছে আসবে। নাসার মতে, জুনোর সাহায্যে এই উপগ্রহ সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে।

মহাকাশের রহস্যময় ও সাম্প্রতিক তথ্য এবং ঘটনাগুলো সম্পর্কিত প্রতিনিয়ত ভিডিও দেখার জন্য "মহাকাশচারনা" ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 

ইউটিউব চ্যানেল লিঙ্ক 👉 ➡️ YouTube

নম্বর ৪– 

সম্প্রতি ইউক্রেনের রাজধানী কিভে একসাথে অনেকগুলো ইউএফও দেখা গিয়েছে। এটা দেখার পর অনেকেই অবাক হয়ে গিয়েছে। এরপর বিজ্ঞানীরা ইউএফও কে দুটি ভাগে ভাগ করেছে – কসমিক এবং ফ্যান্তম। কসমিক ইউএফও তাদের বলা হয় যাদের অপরের দিকে একটি উজ্জ্বল আলো থাকে আর এদের সাধারণত পাখিদের মতো দল বেঁধে উড়তে দেখা যায় এবং ফ্যান্তম ইউএফও কালো রঙের হয় কারণ এরা সমস্ত আলোকে শোষণ করে নেয়। 

আরও বিস্তারিত জানতে নিম্নলিখিত ভিডিওটি দেখতে পারেন ↴