· কত তারিখে বছরের শেষ চন্দ্রগ্রহণ দেখা যাবে?
· ভারত এবং বাংলাদেশ থেকে কি শেষ চন্দ্রগ্রহণ দেখা যাবে?
· কখন এইবছরের শেষ চন্দ্রগ্রহণ দেখা যাবে?
এইসব প্রশ্ন নিশ্চয়ই আপনার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে??
নিম্নে সে সম্পর্কেই বিস্তারিত বলা হল............
১০ই জানুয়ারি ২০২১ এর প্রথম চন্দ্রগ্রহণ দেখা যায় এবং নভেম্বর মাসে দ্বিতীয়
অর্থাৎ শেষ চন্দ্রগ্রহণের দেখা মিলবে।
যখন সূর্য ও চাঁদের
মাঝখানে পৃথিবী একই সরলরেখায় চলে আসে, তখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে। ফলে
পৃথিবী থেকে দেখলে মনে হয় চাঁদ ধীরে ধীরে ঢেকে যাচ্ছে। চন্দ্রগ্রহণ প্রায়
ঘণ্টাকালীন স্থায়ী হয় কারণ চাঁদ ধীরে ধীরে পৃথিবীর ছায়া অতিক্রম করে।
গ্রহণ চলাকালীন
চাঁদকে অনেকটা তামাটে বা লালচে চাকতির মতো মনে হবে। এর কারণ হলো পৃথিবীর
বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে সূর্যের কিছু আলো বিকিরিত হয়ে চাঁদের ওপর পড়ে। অন্যান্য রং
বিচ্ছুরিত হলেও লাল রং তুলনামূলকভাবে পৃথিবীর বায়ুমণ্ডল দিয়ে প্রতিসরিত হয়ে চাঁদের
ওপর পড়ে, এই কারণে গ্রহণের সময় চাঁদকে লাল দেখায়।
এইবছর দ্বিতীয় অর্থাৎ শেষ চন্দ্রগ্রহণের দেখা মিলবে ১৯ নভেম্বর।তবে এটি আংশিক
চন্দ্রগ্রহণ, পূর্ণগ্রাস নয়।
জ্যোতির্বিদরা
জানাচ্ছেন, ১৯ নভেম্বর শুক্রবার সকাল ১১টা বেজে ৩৪ মিনিট থেকে শুরু এবং বিকেল ৫টা
বেজে ৩৩ মিনিটে শেষ হবে এই চন্দ্রগ্রহণ।
ভারতে মূলত আসাম ও
অরুণাচল প্রদেশ থেকে এই গ্রহণ দেখা যাবে। বাংলাদেশ থেকেও এই গ্রহণ দেখতে পাওয়ার
সম্ভাবনা রয়েছে।এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র, পূর্ব এশিয়া, উত্তর ইউরোপ, অস্ট্রেলিয়া ও প্রশান্ত মহাসাগরীয়
অঞ্চল থেকেও এই চন্দ্রগ্রহণ দেখা যাবে।
0 Comments
Post a Comment