যদি আপনাদের জিজ্ঞেস করা হয় যে, সবথেকে বড়ো নক্ষত্র কোনটি?............

তাহলে আপনারা বেশীরভাগই বলবেন, ইউ ওয়াই স্কুটি(UY scuti)কিন্তু আপনাদের এই ধারনার ভুল ভাঙতে চলেছে।কারন, ইউ ওয়াই স্কুটির(UY scuti) থেকেও একটি বৃহৎ নক্ষত্র পাওয়া গেছেশুনে অবাক লাগছে তাইতো? ............................কিন্তু আসলে এটা সত্যি।

এতদিন আমরা জানতাম যে, ইউ ওয়াই স্কুটি(UY scuti) হল এখনও পর্যন্ত বিজ্ঞানীদের দ্বারা খুঁজে পাওয়া সবথেকে বড়ো নক্ষত্রকিন্তু আসলে বিজ্ঞানীদের দ্বারা খুঁজে পাওয়া সবথেকে বড়ো নক্ষত্রটির নাম হল wó‡dbmb--১৮(Stephenson 2-18)এটি wó‡dbmb -ডি এফ কে১(DFK1) বা আর এস জি সি -১৮(RSGC2-18) নামেও পরিচিতএটি একটি লাল অতি বৃহৎ নক্ষত্র(Red supergiant), যা ইউ ওয়াই স্কুটি(UY scuti) এবং ভি ওয়াই ক্যানিস মেজরিসের(VY cannis majoris) থেকেও অনেকগুন বড়ো

সূর্যের সাথে তুলনা

১৯৯০ সালে আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী চার্লস ব্রুস wó‡dbmb এই নক্ষত্র আবিস্কার করেছিলেনতাঁর নাম অনুসারেই এই নক্ষত্রের নামকরণ করা হয়।নক্ষত্রটি স্কুটাম কন্সটিলেসনে(Scutum constellation) আছেপৃথিবী থেকে এর দূরত্ব প্রায় ১৯৭৫০ আলোকবর্ষ(19750 light years)এর তাপমাত্রা ৩২০০ কেলভিন এর ব্যাসার্ধ সূর্যের ২১৫০ গুন অর্থাৎ প্রায় ১০ বিলিয়ন বা ১০ লক্ষ কোটি সূর্য এর মধ্যে ঢুকে যেতে পারবেএই নক্ষত্র যদি আমাদের সৌরমণ্ডলের নক্ষত্র হত তাহলে এটি ইউরেনাসের কক্ষপথ পর্যন্ত বিস্তৃত হত, অর্থাৎ যদি এই নক্ষত্রকে সূর্যের জায়গায় রাখা হয় তবে এটি ইউরেনাসের কক্ষপথ পর্যন্ত বিস্তৃত থাকবে 

"মহাকাশচারনা" ফেসবুক পেজে প্রতিদিন মহাকাশ সম্পর্কিত বিভিন্ন রহস্যময় ও সাম্প্রতিক তথ্য ও ঘটনা পোস্ট দেখতে পাবেন।                                                                                     তাই মহাকাশের রহস্যগুলো সম্পর্কে আরও জানতে "মহাকাশচারনা" ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে সঙ্গে থাকুন ।

ফেসবুক পেজের লিংক 👉 ➡️ Facebook Page

মহাকাশের রহস্যময় ও সাম্প্রতিক তথ্য এবং ঘটনাগুলো সম্পর্কিত প্রতিনিয়ত ভিডিও দেখার জন্য "মহাকাশচারনা" ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 

ইউটিউব চ্যানেল লিঙ্ক 👉 ➡️ YouTube

বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী, ভবিষ্যতে এই নক্ষত্র সুপারনোভা বা ব্ল্যাকহোলে(supernova or blackhole) পরিনত হওয়ার সম্ভাবনা রয়েছে

পোস্টটি শেয়ার করার অনুরোধ রইলো(Please share your post)।🙏🙏