আগে ঘোষণা করা হয়েছিল যে, ২০২২ সালে ইসরো মহাকাশে গগনযান মিশন পাঠাবে। কিন্তু করোনা ও অন্যান্য কিছু সমস্যার কারনে তা পিছিয়ে দেওয়া হয়। যদিও ইসরোর তরফে এখনও নিশ্চিত কিছু জানানো হয়নি, তবে এই মিশনের জন্য আরও কিছু সময় লাগবে। ধারণা করা হচ্ছে যে, ২০২৫ নাগাদ এই মিশন উৎক্ষেপণ করা হতে পারে। 

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গগনযান মিশনে যে ৪ জন মহাকাশচারীকে মহাকাশে পাঠানো হবে, তাদের নাম ঘোষণা করেছেন। এইবিষয়ে ইসরো টুইটারে অর্থাৎ এক্স ডট কমে একটি টুইট করেছে। এই ৪ জন মহাকাশচারীর নাম কি, এরা কি করেন এবং এনাদেরকেই কেন বেছে নেওয়া হল, আজকে সেই বিষয়েই বিস্তারিত বলব। তো চলুন জেনে নেওয়া যাক,

এই মিশনে ৪ জন মহাকাশচারীকে ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪০০ কিমি ওপরে পাঠানো হবে। এই মিশন ৩ দিন ধরে চলবে। অর্থাৎ ৩ দিন ধরে মহাকাশযানটি পৃথিবীর কক্ষপথে থাকবে, তারপর মহাকাশচারীদের পৃথিবীতে ফিরিয়ে আনা হবে। এই মিশনের বাজেট প্রায় ১০ হাজার কোটি টাকা।

Indias First 4 Astronauts


২০১৯
সালের সেপ্টেম্বরে বেঙ্গালুরুতে বাছাই প্রক্রিয়া শুরু হয়েছিল এই নির্বাচনটি বায়ুসেনার দ্বারা করা হয়েছিল প্রথমদিকে ১২ জনকে বেছে নেওয়া হয়েছিল এরপরে অনেক রাউন্ড করা হয়েছিল এবং অবশেষে IAM এবং ISRO দ্বারা শীর্ষ চার জনকে নির্বাচিত করা হয়েছিল তারপরে, এই চারজন পাইলটকে 2020 সালে প্রাথমিক প্রশিক্ষণের জন্য রাশিয়ার ইউরি গ্যাগারিন কসমোনট ট্রেনিং সেন্টারে পাঠানো হয়েছিল তারা ফেব্রুয়ারি 2020 থেকে মার্চ 2021 পর্যন্ত প্রশিক্ষণ নিয়েছিল এর পরে, এই চারজন পাইলটকে অনেক সংস্থা এবং সশস্ত্র বাহিনী প্রশিক্ষণ দিয়েছিল ISRO-এর হিউম্যান স্পেস ফ্লাইট সেন্টার অর্থাৎ HSFC দ্বারাও তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে ফিট থাকার পাশাপাশি, এনাদের ভারতীয় বিমান বাহিনীর কাজও করতে হয়েছে

এই ৪ জন পাইলট হলেন, গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালাকৃষ্ণান নায়ার, গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণন, গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ এবং উইং কমান্ডার শুভাংশু শুক্লা