আগে ঘোষণা করা হয়েছিল যে, ২০২২
সালে ইসরো মহাকাশে গগনযান মিশন পাঠাবে। কিন্তু করোনা ও অন্যান্য কিছু সমস্যার কারনে
তা পিছিয়ে দেওয়া হয়। যদিও ইসরোর তরফে এখনও নিশ্চিত কিছু জানানো হয়নি, তবে এই মিশনের
জন্য আরও কিছু সময় লাগবে। ধারণা করা হচ্ছে যে, ২০২৫ নাগাদ এই মিশন উৎক্ষেপণ করা হতে
পারে।
সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদী গগনযান মিশনে যে ৪ জন মহাকাশচারীকে মহাকাশে পাঠানো হবে, তাদের নাম ঘোষণা
করেছেন। এইবিষয়ে ইসরো টুইটারে অর্থাৎ এক্স ডট কমে একটি টুইট করেছে। এই ৪ জন মহাকাশচারীর
নাম কি, এরা কি করেন এবং এনাদেরকেই কেন বেছে নেওয়া হল, আজকে সেই বিষয়েই বিস্তারিত
বলব। তো চলুন জেনে নেওয়া যাক,
এই মিশনে ৪ জন মহাকাশচারীকে ভূপৃষ্ঠ
থেকে প্রায় ৪০০ কিমি ওপরে পাঠানো হবে। এই মিশন ৩ দিন ধরে চলবে। অর্থাৎ ৩ দিন ধরে মহাকাশযানটি
পৃথিবীর কক্ষপথে থাকবে, তারপর মহাকাশচারীদের পৃথিবীতে ফিরিয়ে আনা হবে। এই মিশনের বাজেট
প্রায় ১০ হাজার কোটি টাকা।
এই ৪ জন পাইলট হলেন, গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালাকৃষ্ণান নায়ার, গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণন, গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ এবং উইং কমান্ডার শুভাংশু শুক্লা।
0 Comments
Post a Comment