এইমাসে অর্থাৎ মার্চে এইবছরের
প্রথম চন্দ্রগ্রহণ দেখা যাবে। আমরা জানি যে, সাধারণত পূর্ণিমাতে চন্দ্রগ্রহণ হয়। প্রতিবছর
সাধারণত দুটি চন্দ্রগ্রহণ হয়। তবে এইবছর তিনটি চন্দ্রগ্রহণ দেখা যাবে। যার মধ্যে প্রথমটি
এই মাসেই ঘটবে। এই গ্রহণ কবে, কখন, কোথা থেকে দেখা যাবে অর্থাৎ ভারত ও বাংলাদেশ থেকে
দেখা যাবে কিনা সেইসব বিষয়েই বিস্তারিত বলব। তো চলুন জেনে নেওয়া যাক,
এইবছরের প্রথম চন্দ্রগ্রহণ
২৫ শে মার্চ ভারতীয় সময় সকাল ১০:২৩ এ শুরু হবে। এটি একটি পেনাম্ব্রাল লুনার ইক্লিপ্স
হবে। গ্রহণটি উত্তর আমেরিকা, মেক্সিকো, মধ্য আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা জুড়ে এই গ্রহন
দৃশ্যমান হবে। তবে দুঃখের বিষয় এই যে, ভারত ও বাংলাদেশ থেকে এই গ্রহণ দেখতে পাওয়ার
সম্ভাবনা খুবই কম। তবে আপনি নিরাশ হবেন না। এইবছর আরও ৪ টি গ্রহণ দেখা যাবে।
0 Comments
Post a Comment