এই খবরটি অনেকদিন থেকেই শোনা যাচ্ছিল যে, চাঁদের মাটিতে কে আগে অবতরণ করবে,
রাশিয়ার লুনা ২৫ নাকি ভারতের চন্দ্রযান ৩। কিন্তু গতকালের খবর অনুযায়ী, রাশিয়ার লুনা
২৫ মহাকাশযান চাঁদের মাটিতে ভেঙ্গে পড়েছে। প্রথমদিকে শোনা যাচ্ছিল যে, কিছু যান্ত্রিক
সমস্যা হয়েছে, কিন্তু পড়ে রাশিয়ার মহাকাশ সংস্থার তরফ থেকে জানানো হয় যে, মহাকাশযানটি
চাঁদে কোলাইড করেছে অর্থাৎ ভেঙ্গে পড়েছে। সমস্ত মিডিয়া এই খবর প্রকাশ করেছে। ২০১৯ সালে
যখন চন্দ্রযান ২ ক্র্যাশ করেছিল তখন আমাদেরও খুব খারাপ লেগেছিল। আশাকরি আমাদের এই ঘটনা
সবারই মনে আছে। তাই আমার মনে হয় এবিষয়ে কোন আনন্দ বা মজা করার দরকার নেই। দেখুন মহাকাশ
এমন এক কঠিন বিষয় যেখানে একজন মানুষ বা দেশের পক্ষে রাজত্ব করা সম্ভব নয়। যদি লুনা
২৫ চন্দ্রযান ৩ এর আগে অবতরণ করতো তাহলে হয়তো, চাঁদের দক্ষিণ মেরুতে মহাকাশযান পাঠানোয়
রাশিয়া প্রথম দেশ হত। কিন্তু তাহলেও চন্দ্রযান ৩ মিশন অনেকদিক দিয়ে লুনা ২৫ এর থেকে
আলাদা।
0 Comments
Post a Comment