ইসরোর পরবর্তী ৩ টি গুরুত্বপূর্ণ মিশন - 3 important future missions of ISRO
ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোর কথা তো সবাই জানে। ইসরো কম খরচে অনেক বড় বড় মিশনে খুব সহজে প্রথম পদক্ষেপেই সফল হয়েছে। ভবিষ্যতে ইসরো আরও অনেকগুলো মিশন লঞ্চ করার পরিকল্পনা করেছে, যার মধ্যে ৩ টি গুরুত্বপূর্ণ মিশন রয়েছে(3 important future missions of ISRO)। সেগুলো হল, নম্বর ৩, চন্দ্রযান ৩(Chandrayaan 3)। চন্দ্রযান ২ এর ব্যর্থতার পর ইসরো চাঁদে তৃতীয় অভিযান পাঠানোর পরিকল্পনা করেছে। এই মিশনের বাজেট প্রায় ৬০০ কোটি টাকা।
নম্বর ২, আদিত্য এল ১(Aditya L1), চাঁদ এবং মঙ্গলের পর ইসরো এবার সূর্যে মহাকাশযান পাঠাবে। সূর্যকে আরও নিখুতভাবে অধ্যয়ন করাই হবে এই মিশনের প্রধান উদ্দেশ্য। এই মিশনের বাজেট প্রায় ৩৭৮ কোটি।
নম্বর ১, গগনযান মিশন(Gaganyaan Mission)। এটি হবে প্রথম ভারতীয় মানব মিশন। এই মিশন এইবছরেই উৎক্ষেপণ করার কথা ছিল। কিন্তু করোনা এবং অন্যান্য সমস্যার কারনে পিছিয়ে দেওয়া হয়েছে। এই মিশনের বাজেট প্রায় ১০০০০ কোটি।
0 Comments
Post a Comment