বর্তমানে এলিয়েন নিয়ে অনেকের অনেক রকম ধারণা রয়েছে।সবাই জানতে চায় যে, “ভিনগ্রহে প্রাণ আছে কিনা?” বিজ্ঞানীরাও এবিষয়ে প্রতিনিয়ত গবেষণা চালিয়ে যাচ্ছে ।একটি বৈজ্ঞানিক দলের গবেষণা থেকে জানা যায় যে, আমাদের গ্যালাক্সিতে প্রায় ৩৬ টি উন্নত এলিয়েন সভ্যতা থাকতে পারে।
এই মহাবিশ্ব অনন্ত, এর কোন সীমা নেই।এখানে গ্রহ ও নক্ষত্র ছাড়াও অন্যান্য অনেক রহস্যময় মহাকাশীয় বস্তু রয়েছে।তাই অনেকেরই বিশ্বাস হয়তো মহাকাশে পৃথিবীর মতো আরও অনেক গ্রহ রয়েছে, যেখানে প্রানের অস্তিত্ব থাকতে পারে।
এলিয়েন বলে সত্যিই কি কিছু আছে?
১) পাঞ্জাবে দেখা গেল ইউ এফ ও
· পাঞ্জাবে
কি ইউ এফ ও দেখা গেছে?
· পাঞ্জাবের মানুষ সেদিন কি দেখেছিল?
পৃথিবীতে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ভয়ানক এবং রহস্যময় ঘটনা ঘটে থাকে। যা কখনো কখনো মানুষের পক্ষে বোঝা মুশকিল হয়ে ওঠে। আর এরকমই একটি ঘটনা পাঞ্জাবের পাঠানকোট এর স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ঘটেছে। আসলে এখানকার মানুষরা আকাশে প্রচন্ড গতিতে একটি উজ্জ্বল বস্তুকে যেতে দেখে। যা অনেকটা লম্বা ছিল এবং ট্রেনের আকারের মতো দেখতে লাগছিল। এটি আকাশে একটি চলন্ত ট্রেনের মত লাগছিল। যার আলো প্রচন্ড উজ্জ্বল ছিল। এমনকি ওখানকার স্থানীয় বাসিন্দাদের মতে তারা তাদের জীবনে এরকম বস্তু কখনো দেখেনি।সুতরাং এই বস্তু আসলে কি ছিল সেই বিষয়ে অনেকে অনেক রকম মতামত দিচ্ছে।
২) ভারতের এরিয়া 51
·
ভারতেও
কি এরিয়া ৫১ রয়েছে ?
·
ভারতে
কি ইউএফও
দেখা গেছে ?
· এরিয়া ৫১ কি ?
এরিয়া ফিফটি ওয়ান এই রহস্যময় জায়গাটির কথা তো আপনারা সবাই শুনেছেন। আমেরিকার এই জায়গাটি এলিয়েন এবং ইউএফও সম্পর্কিত বিভিন্ন রহস্যের জন্য বিখ্যাত। কিন্তু আপনারা কি জানেন, এরিয়া ফিফটি ওয়ান এর মত জায়গা ভারতবর্ষেও রয়েছে।
হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন, ইন্ডিয়া চায়না বর্ডার এর কাছে একটি রহস্যময় জায়গা রয়েছে। যেখানে কোনো সাধারণ মানুষের যাওয়া নিষিদ্ধ রয়েছে। সেখানে ইউএফও দেখতে পাওয়ার কথা বারবার শোনা যায়। এই এরিয়ার নাম দা কংকা লা পাস(The Kongka La Pass), যা লে লাদাখে অবস্থিত। অকাঙ্কার স্থানিয় ব্বাসিন্দাদের মতে, অনারা ইউএফও দেখেছেন। এমনকি এটাও হতে পারে যে ভারত সরকার এবং চীন সরকার এই ব্যাপারে জানেন। কিন্তু সাধারণ মানুষের জন্য এটা এক এখনও এক রহস্য। আপনারা গুগল এও এটা সার্চ করতে পারেন।
৩) এলিয়েন এবং আমেরিকা
·
আমেরিকা কি এলিয়েনের ব্যাপারে সবকিছু জানে?
·
নাসার সাথে কি এলিয়েনরা যুক্ত আছে?
এলিয়েন
আমাদের গ্যালাক্সিতেই রয়েছে। এমনকি আমেরিকা এবং ইসরায়েল এই ব্যাপারে সবকিছু জানে এবং
আমিরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এই ব্যাপারে সবকিছু জানতেন। উনি
পৃথিবীকে এই ব্যাপারে সবকিছু বলতেও চাইছিলেন কিন্তু সেইসময় এলিয়েন রাই তাকে এই
ব্যাপারে বলতে বাধা দেয় এবং বলে যে, মানব সভ্যতা এই বিষয়ে এখনও প্রস্তুত নয়। এবার
আপনারা বলবেন যে, আমি কিসব ভুলভাল কথা বলছি। কিন্তু এটা আমার দাবি নয়। এই দাবি
করেছেন ইসরাইলের মহাকাশ সুরক্ষা প্রোগ্রামের চিফ হেম ইসধ, যাকে ইসরাইলে
স্যাটেলাইটের জনক বলা হয়। উনি এমনও দাবি করেছেন যে, আমেরিকার কিছু বিজ্ঞানী এবং
এলিয়েনরা মিলে একটি গ্যালেন্টিক ফেডারেশন বানিয়েছে, যার বেস মঙ্গল গ্রহের মাটির
নীচে রয়েছে।
এবার এটা কতটা সত্যি সেটা তো আমি জানিনা, কিন্তু একটি দেশের দায়িত্তবান অধিকারিকের এইধরনের দাবি সত্যিই অবাক করার মতো।
৪) এলিয়েনরা সমুদ্রের নীচে থাকে
·
এলিয়েনরা
কি সমুদ্রের নীচে থাকে?
· এলিয়েনরা কি অন্য গ্রহ থেকে পৃথিবীতে আসে?
ইউএফও, এলিয়েন এবং এলিয়েনদের দুনিয়া এই বিষয়গুলো সব সময় আমাদেরকে আকর্ষিত করে এই রহস্যময় দুনিয়ার ব্যাপারে আমরা সবসময় আরও কিছু জানতে চাই আর সব সময় আমরা এটাই ভাবি যে, এলিয়েন মহাকাশের অন্য কোন গ্রহ থেকে ইউএফও এর মাধ্যমে আমাদের পৃথিবীতে আসে। কিন্তু আই সি ই আর হলো এমন একটি সংস্থা, যা এলিয়েন, এলিয়েনদের দুনিয়া এবং ইউএফও সম্পর্কে গবেষণা করে।
আর তার ভাইস প্রেসিডেন্টের মতে, এলিয়েন মহাকাশের অন্য কোন গ্রহ থেকে নয় বরং মহাসাগরের গভীর থেকে আসে। এবং তিনি এমনও দাবি করেছেন যে সমুদ্রের গভীরে এলিয়েনদের বেস থাকতে পারে। সত্যিটা আসলে কি সেটা তো আমরা জানিনা কিন্তু এই তথ্য এলিয়েনদেরব্যাপারে জানার জন্য আমাদেরকে আরও আগ্রহী করে তোলে।
৫) কলকাতায় ইউ এফ ও(UFO in Kolkata)
· কলকাতায় কি ইউএফও দেখা গেছিল?
· কলকাতায় কবে ইউএফও দেখা গিয়েছিল?
29শে অক্টোবর, কলকাতার আকাশে একটি দ্রুত গতিশীল উজ্জ্বল বস্তুকে সকাল 3:30 থেকে 6:30 টার মধ্যে দেখা গিয়েছিল এবং একটি ভিডিও ক্যামেরা দ্বারা সেটি রেকর্ড করা হয়েছিল।এর আকৃতি একটি গোলক থেকে একটি ত্রিভুজে এবং তারপর একটি সরলরেখায় স্থানান্তরিত হয়।বস্তুটি উজ্জ্বল ছিল এবং এর থেকে বিভিন্ন রঙের আলো বিকিরিত হচ্ছিল।ওইদিন শত শত লোক E.M. বাইপাসে জড়ো হয়েছিল UFO এর এক ঝলক দেখার জন্য।একটি টিভি নিউজ চ্যানেলে ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছিল।ভিডিও ফুটেজটি প্রকাশ করা হয়েছিল এবং পরে কলকাতার এমপি বিড়লা প্ল্যানেটেরিয়ামের পরিচালক ড. ডি পি দুয়ারীকে দেখানো হয়েছিল, যিনি এটিকে "অত্যন্ত আকর্ষণীয় এবং অদ্ভুত" বলে মনে করেছিলেন।এই ঘটনাটি ২০০৭ সালে ঘটেছিল।কিন্তু ওই বস্তুটি আসলে কি ছিল তা আজ পর্যন্ত জানা যায়নি।
0 Comments
Post a Comment