জানুয়ারী থেকে জুলাই পর্যন্ত পৃথিবীবাসী দারুন কয়েকটি মহাজাগতিক ঘটনার সাক্ষী থেকেছে। তবে সেগুলো যদি মিস করে থাকেন, তাহলে চিন্তার কোন দরকার নেই। কারণ, এই মাসে আপনার কাছে আকর্ষণীয় কিছু মহাজাগতিক ঘটনা দেখতে পাওয়ার সুযোগ রয়েছে।
আজকে আগস্ট মাসের মহাজাগতিক ঘটনাগুলো সম্পর্কে বলা হল। প্রত্যেকটি ঘটনাই গুরুত্বপূর্ণ, তবে এর মধ্যে শেষের ঘটনাটি খুবই আকর্ষণীয়।
তো চলুন জেনে নেওয়া যাক,
আগস্টের
১
তারিখে সুপারমুন দেখা যাবে। অন্যান্য দিনের তুলনায় এইদিন চাঁদকে অনেক বড় ও উজ্জ্বল
দেখাবে।
১০ ই আগস্ট বুধ গ্রহকে পৃথিবী থেকে
খালি চোখে স্পষ্ট দেখা যাবে।
এরপর
১২ ও ১৩ তারিখে পার্সিড উল্কা বৃষ্টি দেখা যাবে। এটি ২০২৩ সালের সবথেকে
উজ্জ্বল উল্কাবৃষ্টি হবে।
১৮
ই আগস্ট পৃথিবীর কিছু জায়গায় বস্তুর কোন ছায়া পড়বে না। কারণ ওইদিন
সূর্য পৃথিবীর ঠিক উপরে অবস্থান করবে। এই ঘটনাকে জিরো শ্যাডো ডে বলা হয়।
২৭
আগস্ট শনি গ্রহ সূর্যের ঠিক উল্টো দিকে থাকবে এবং পৃথিবীর সবথেকে
কাছাকাছি আসবে। এরফলে রাতের আকাশে খালি চোখে শনি গ্রহকে দেখা যাবে এবং এর বলয় দেখা
যাবে।
আপনি যদি টেলিস্কোপ কিনতে চান, অথচ কোনটা
কিনবেন বুঝতে পারছেন না, তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে “মহাকাশচারনা স্টোরে" অবশ্যই ভিসিট করুন। এছাড়া
এখানে আপনি মহাকাশের দারুন দারুন টি-শার্ট এবং বইও পেয়ে যাবেন।
সবশেষে ৩১ শে আগস্টেও সুপারমুন দেখা যাবে। তবে ওইদিন চাঁদকে নীল দেখাবে। যা সাধারণত দেখা যায় না।
তাই ওই দিনটি খুবই আকর্ষণীয় হবে।
তো এই ছিল ২০২৩ সালে আগস্ট মাসের মহজাগতিক ঘটনাসমূহ।
0 Comments
Post a Comment