বছরের শেষ চন্দ্রগ্রহণ – কোথায় দেখা যাবে | Last Lunar Eclipse of 2022


এইবছর দুটি সূর্যগ্রহণ ও দুটি চন্দ্রগ্রহণ হওয়ার কথা, যার মধ্যে আগের মাসে অর্থাৎ অক্টোবরের ২৫ তারিখে বছরের শেষ সূর্যগ্রহণ হয়ে গিয়েছে। এইমাসে দ্বিতীয় অর্থাৎ শেষ চন্দ্রগ্রহণ হবে। কিন্তু এই গ্রহণ কবে দেখা যাবে এবং ভারত ও বাংলাদেশ থেকে কি এই মহাজাগতিক দৃশ্য দেখা যাবে?

এই গ্রহণ সম্পূর্ণ চন্দ্রগ্রহণ হবেএর আগের গ্রহণটিও সম্পূর্ণ ছিল, অর্থাৎ এবছরের দুটি চন্দ্রগ্রহণই সম্পূর্ণ চন্দ্রগ্রহণ হবে। এই গ্রহণ ১৬ ই মে দেখা গিয়েছিল। কিন্তু এটা ভারত ও বাংলাদেশ থেকে দেখা যায়নি। 

যাইহোক,2022 সালের দ্বিতীয় অর্থাৎ শেষ চন্দ্রগ্রহণ নভেম্বর দুপুর :৩২ থেকে সন্ধ্যে .২৭ পর্যন্ত চলবেএটি এশিয়া, অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা, উত্তর পূর্ব ইউরোপের কিছু অংশ এবং দক্ষিণ আমেরিকার বেশিরভাগ অংশ থেকে দৃশ্যমান হবেভারত বাংলাদেশ থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে